IPL 2023: অবিশ্বাস্য জয়ের পর দাদার সঙ্গে জার্সি বদল হার্দিকের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 23, 2023 | 1:51 PM

Hardik Pandya-Krunal Pandya: শনি-বিকেলে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। জেতা ম্যাচ একপ্রকার গুজরাটের হাতে তুলে দেয় লখনউ। ম্যাচের শেষে নজর কেড়েছেন দুই পান্ডিয়া ভাই।

IPL 2023: অবিশ্বাস্য জয়ের পর দাদার সঙ্গে জার্সি বদল হার্দিকের
অবিশ্বাস্য জয়ের পর দাদার সঙ্গে জার্সি বদল হার্দিকের
Image Credit source: IPL Website

Follow Us

লখনউ : ১৬তম আইপিএলে (IPL 2023) শনি-বিকেলে লখনউয়ের একানা স্টেডিয়ামে ছিল দুই ভাইয়ের লড়াই। ক্রিকেট মাঠে দাদা-ভাই জুটির মধ্য়ে উল্লেখযোগ্য ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। একটা সময় দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে একসঙ্গে খেলেছেন তাঁরা। গত মরসুম থেকে আলাদা দলে খেলছেন ক্রুণাল ও হার্দিক। মাঠের মধ্যে একে অপরের প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে দুই ভাই একে অপরের নয়নের মণি। লখনউয়ের বিরুদ্ধে শনিবার গুজরাটের জেতার তেমন লক্ষণ ছিল না। কিন্তু অবিশ্বাস্যভাবে লখনউয়ের মুখের গ্রাস কেড়ে নিয়েছে গুজরাট। হারের যন্ত্রণা তো সকলেরই থাকে। তাও দাদা ক্রুণালকে মোটিভেট করতে পিছপা হননি হার্দিক। ম্যাচের শেষে দুই পান্ডিয়া ভাইকে দেখা গিয়েছে জার্সি বদল করতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়ার বন্ডিং দেখার মতো। যদিও ক্রিকেট দুনিয়ায় ক্রুণালের থেকে এগিয়ে রয়েছেন হার্দিক। কিন্তু ব্যক্তিগত জীবনে দাদাকে সব সময় এগিয়ে রাখেন হার্দিক। যে কারণে, মাঠের মধ্যে একে অপরের প্রতিপক্ষ থাকলেও, মাঠের বাইরে ম্যাচের শেষে দাদার সঙ্গে একাধিকবার খুনসুটি করতে দেখা গিয়েছে হার্দিককে। শনিবার লখনউ বনাম গুজরাট ম্যাচের শেষে দাদার সঙ্গে জার্সি বদল করেছেন হার্দিক। নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিয়ো তুলে ধরেছেন হার্দিক।

প্রসঙ্গত, শনিবার গত বারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের কাছ থেকে স্বল্প লক্ষ্য পেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৩৫ রান তোলে গুজরাট। অল্প রানের পুঁজি নিয়ে বেশ লড়াই করে গুজরাট। কাইল মায়ার্সের সঙ্গে জুটি বেঁধে পাওয়ার প্লে ওভারে ৫৩ রান তুলে ফেলেন লখনউয়ের নেতা লোকেশ রাহুল। এরপর ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে তিনি জুটি বাঁধেন। ওই জুটিতে ওঠে ৫১ রান। এরপর একটা সময় ৩০ বলে ৩৩ রানের প্রয়োজন ছিল। সেখান থেকে ম্যাচ জেতা খুব কঠিন ছিল না। কিন্তু আদতে তা হয়নি। কারণ কেএল রাহুলের মন্থর ব্যাটিং। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বল নষ্ট করেন। শুধু তাই নয় শেষ ওভারে আউট হয়ে যান। লখনউ আটকে যায় ১২৮ রানে। ৭ রানে ম্যাচ জিতে নেয় গুজরাট।

 

 

Next Article