TV9 বাংলা ডিজিটাল – আইপিএলে তাঁর ব্যাট থেকে সেভাবে রান পাওয়া যায়নি। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে জাতীয় দলের জার্সিতে অন্য মেজাজে পাওয়া যায় হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)। অজি বোলারদের ওপর রাজত্ব চালান তিনি। কিন্তু সেই হার্দিক আবার বদলে গেলেন। ন্যাশনাল ডিউটির টু ফাদার ডিউটি।
From national duty to father duty ❤️ pic.twitter.com/xmdFMljAO1
— hardik pandya (@hardikpandya7) December 12, 2020
ছেলেকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে এমনই ছবি পোস্ট করেছেন ভারতীয় অলরাউন্ডার। হার্দিকের এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। অস্ট্রেলিয়া থেকে ফিরে প্রায় চার মাস ( 4 months) পর ছেলের সঙ্গে দেখা পাণ্ডিয়ার। দিনের প্রায় পুরো সময়টাই কাটাচ্ছেন ছেলের সঙ্গে। হার্দিকের স্ত্রী নাতাশা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুজনের একটি ভিডিও প্রকাশ করেছেন।
জুলাই মাসের ৩০ তারিখ জন্ম হয় হার্দিকের ছেলে অগস্থর(Agastya)। কিন্তু একমাসও থাকতে পারেননি ছেলের সঙ্গে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে চলে যান আমিরশাহীতে। সেখান থেকে অস্ট্রেলিয়া। ছেলের জন্য মন কেমনের মাঝেই দেশের হয়ে মাঠে নেমেছেন। তবে এবার ন্যাশনাল ডিউটির পর ফাদার ডিউটির পালা তারকা অলরাউন্ডারের।
আরও পড়ুন – পন্থ, হনুমার শতরান চিন্তা কমাচ্ছে ভারতের