TV9 বাংলা ডিজিটাল
ভারত- ১৯৪-৩৮৬-৪
অস্ট্রেলিয়া এ- ১০৮
প্রথম টেস্টের পর বিরাট কোহলি ফিরে যাবেন দেশে। তাঁর বদলে অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে। চার নম্বরেও তাঁকেই দেখতে চাইছেন বিশেষজ্ঞ ক্রিকেটাররা। মিডল অর্ডার নিয়ে যখন চিন্তা ভরপুর, তখন হঠাৎই স্বপ্ন দেখাতে শুরু করলেন দু’জন, হনুমা বিহারি (Hanuma Vihari) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। দু’জনই করলেন দুরন্ত সেঞ্চুরি (century)।
তিন দিনের ম্যাচের প্রথম দিনই চালকের আসনে ছিল ভারত এ। প্রথম ইনিংসে ১৯৪ রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে ১০৮ রানে শেষ করে দিয়েছিল রাহানের টিম। দ্বিতীয় ইনিংসে রানে ফিরলেন ব্যাটসম্যানরা। ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৬১ করেন। তিন নম্বরে নেমে শুবমান গিলও সফল। সোয়েপসনের বলে অ্যাবটের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬৫ করে যান তিনি। চার নম্বরে নেমে হাল ধরেন হনুমা বিহারি। রাহানে ৩৮ করে আউট হলেও হনুমার সঙ্গে জুটি বাঁধেন ঋষভ পন্থ।
At Stumps on Day 2, India are 386-4 and have a commanding lead of 472 runs over Australia A. pic.twitter.com/ucHallgFfx
— BCCI (@BCCI) December 12, 2020
হনুমা দিনের শেষে ১০৪ করে ক্রিজে আছেন। ১৯৪ বল খেলে ১৩টা চার মেরেছেন তিনি। সঙ্গী পন্থ অবশ্য শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছেন। মাত্র ৭৩ বলে ১০৩ নট আউট। মেরেছেন ৯টা চার ও ৬টা ছয়। দু’জন মিলে ২৩৯-৪ থেকে টিমকে ৩৮৬-৪-এ পৌঁছে দেন। লিড ৪৭২।
আরও পড়ুন – অস্ট্রেলিয়ায় আবার ফিটনেস টেস্ট রোহিতের !
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দিন-রাতের এই প্রস্তুতি ম্যাচে সন্ধেবেলায় ব্যাট করেছেন হনুমা ও পন্থ। যে সময়টাকে গোলাপি বলের ক্রিকেটের সবচেয়ে কঠিন সেশন বলা হয়। দিনের শেষ ওভারটা অবশ্য পন্থেরই ছিল। তখন ৮১ রানে ব্যাট করছিলেন তিনি। ওই ওভারে তিনি মেরেছেন ৪, ৪, ৬, ৪, ৪। সব মিলিয়ে ২২ রান নেন।
পন্থ যা ফর্মে আছেন, অ্যাডিলেডে প্রথম টেস্টে তাঁকেই হয়তো খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।