একান্তে সময় কাটাচ্ছেন হার্দিক-নাতাশা

Dec 17, 2020 | 10:59 PM

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি-২০ সিরিজ খেলে দেশে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। অজি বোলারদের ওপর রীতিমতো শাসন চালিয়ে দেশে ফিরেছেন তিনি। বাড়ি ফিরে কখনও ছেলের সঙ্গে,আবার কখনও স্ত্রী নাতাশাকে নিয়ে ডিনার ডেটে হার্দিক। তারকা দম্পতি (Hardik and Natasa) তাদের নানা মূহুর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

1 / 6
স্ত্রী নাতাশার সঙ্গে ডিনার ডেটে হার্দিক

স্ত্রী নাতাশার সঙ্গে ডিনার ডেটে হার্দিক

2 / 6
চলতি বছরের শুরুতে হার্দিক-নাতাশার (Hardik and Natasa) এনগেজমেন্ট হয়।

চলতি বছরের শুরুতে হার্দিক-নাতাশার (Hardik and Natasa) এনগেজমেন্ট হয়।

3 / 6
চলতি বছরের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।

চলতি বছরের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।

4 / 6
চলতি বছরের জুলাই মাসে জন্ম হয়েছে হার্দিক-নাতাশার একমাত্র সন্তান অগস্থর।

চলতি বছরের জুলাই মাসে জন্ম হয়েছে হার্দিক-নাতাশার একমাত্র সন্তান অগস্থর।

5 / 6
প্রায় চার মাস পর বাড়ি ফিরে ছেলে অগস্থর সঙ্গে সময় কাটাচ্ছেন পাণ্ডিয়া।

প্রায় চার মাস পর বাড়ি ফিরে ছেলে অগস্থর সঙ্গে সময় কাটাচ্ছেন পাণ্ডিয়া।

6 / 6
ফুরফুরে মেজাজে দম্পতি।(ছবি-নাতাশা ইন্সটাগ্রাম)

ফুরফুরে মেজাজে দম্পতি।(ছবি-নাতাশা ইন্সটাগ্রাম)

Next Photo Gallery