India vs England: হার্দিকের মার এবং চার, সহজ জয় ভারতের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 08, 2022 | 3:05 AM

প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি ২০ তে অর্ধশতরান এবং ৪ উইকেট নিলেন হার্দিক।

India vs England: হার্দিকের মার এবং চার, সহজ জয় ভারতের
হার্দিককে উইকেটের অভিনন্দন সতীর্থদের।
Image Credit source: BCCI

Follow Us

 

ভারত ১৯৮-৮ (২০ ওভার)

ইংল্যান্ড ১৪৮ (১৯.৩ ওভার)

সাউদাম্পটন: বড় মাঠ, লো স্কোরিং ম্যাচ, পিচে ঘাস। সব পরিসংখ্যান, সম্ভাবনা সরিয়ে বড় জয়ে সিরিজ শুরু করল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ তে ৫০ রানে জিতল ভারত। ব্যাটে-বলে নায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অর্ধশতরানের ইনিংস এবং বল হাতে ৪ উইকেট। ম্য়াচের সেরা তিনিই। ৩৩ বলে ৫১ রানের ইনিংস হার্দিকের। ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মারেন। বল হাতে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন হার্দিক। ভারতের ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৮ রানেই শেষ ইংল্য়ান্ড ইনিংস। কিছুটা লড়াই করেন মইন আলি এবং হ্যারি ব্রুক।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। ফলে জায়গা ছাড়তে হল উমরান মালিককে। কিছু প্রশ্নও থাকলও। যদি নতুনদের দেখে নিতেই হয়, তাহলে উমরানকে কেন সুযোগ দেওয়া হল না! শক্তিশালী ইংল্য়ান্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জের সামনে ফেলা যেত তাঁকে। দ্বিতীয় টি ২০ থেকে সিনিয়র ক্রিকেটাররা ফিরবেন। সে সসয় উমরান কতটা সুযোগ পাবেন, ধোঁয়াশা থাকল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয়।

রোহিত শর্মা-ঈশান কিষাণ ওপেন করেন। দীর্ঘদিন পর ফিরলেও শুরুটা ভাল করেন রোহিত। যদিও বড় ইনিংস এল না। পাওয়ার প্লে-তে ঈশানের উইকেট হারায় ভারত। জোড়া উইকেট হারালেও রানের গতি কমেনি ভারতের। পাওয়ার প্লে-তে স্কোর ৬৬-২। ছোট ছোট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ল ভারত। দীপক হুডা-সূর্যকুমার যাদব জুটিতে ৪৩ এবং হার্দিক পান্ডিয়া-অক্ষর প্যাটেল ৪৫ রান যোগ করে। অর্ধশতরানের অনবদ্য ইনিংস হার্দিক পান্ডিয়ার। একটা সময় মনে হয়েছিল ২০০ পেরিয়ে যাবে ভারত। তবে শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রান ওঠে।

নতুন বলে অনবদ্য শুরু দেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারেই বাটলারকে ফিরিয়ে বড় ধাক্কা দেন। এর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্য়ান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে ভারত। প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। নতুন স্পেলে আরও এক উইকেট। অর্ধশতরান এবং ৪ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি ২০ তে অর্ধশতরান এবং ৪ উইকেট নিলেন হার্দিক। যুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট। স্লগ ওভারে ২ উইকেট নেন অভিষেককারী অর্শদীপ সিং। ৫০ রানের বড় জয়েও ভারতের অস্বস্তি থাকল ফিল্ডিং। সব মিলিয়ে প্রায় আধ ডজন ক্যাচ ফসকাল।

 

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৯৮-৮ (হার্দিক পান্ডিয়া ৫১, সূর্যকুমার যাদব ৩৯, ক্রিস জর্ডন ২-২৩)। ইংল্যান্ড ১৪৮ (মইন আলি ৩৬, হার্দিক পান্ডিয়া ৪-৩৩, অর্শদীপ সিং ২-১৮, যুজবেন্দ্র চাহাল ২-৩২)।

Next Article