Asia Cup 2022: এশিয়া কাপ দিয়ে আজ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হরমনপ্রীতদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 01, 2022 | 7:00 AM

India W vs Sri Lanka W: চোটের জন্য ইংল্য়ান্ড সফরে খেলতে পারেননি দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার জেমিমা রডরিগজ। কমনওয়েলথ গেমসে অনবদ্য ফর্মে ছিলেন জেমিমা। এশিয়া কাপে প্রথম ম্যাচ থেকেই তাঁকে পাওয়া যাবে বলে আশাবাদী হরমনপ্রীত।

Asia Cup 2022: এশিয়া কাপ দিয়ে আজ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হরমনপ্রীতদের
এশিয়া কাপ দিয়ে আজ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হরমনপ্রীতদের

Follow Us

সিলেট: কিছুদিন আগেই অনুষ্ঠিত হল পুরুষদের এশিয়া কাপ (Asia Cup 2022) ক্রিকেট। আজ শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ। আগামী বছর মেয়েদের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। সেই ভাবনা থেকে এশিয়া কাপও হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটেই। শেষ বার মেয়েদের এশিয়া কাপ হয়েছিল ২০১৮ সালে। ২০২০ তে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়, গত এশিয়া কাপ বাতিল করা হয়। টি-২০ ফরম্যাটে এটি চতুর্থ এশিয়া কাপ। ৫০ ওভারের ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপের অষ্টম সংস্করণ। আয়োজক বাংলাদেশ। সিলেটে হবে ম্যাচগুলি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ মোট ৭টি দল খেলবে প্রতিযোগিতায়। রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হবে। পয়েন্ট টেবলে সেরা চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আজ দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

আগামী বছর টি-২০ বিশ্বকাপ। ভারতীয় মহিলা দল যত বেশি সম্ভব টি ২০ ক্রিকেটই খেলছে। সদ্য ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে তিনটি টি ২০ ম্যাচও খেলেছে। টি ২০ সিরিজে ইংল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে হার। তার আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (টি-২০) রূপোর পদক পেয়েছে ভারত। এশিয়া কাপের প্রথম প্রতিপক্ষ হরমনপ্রীত কৌরদের কাছে অচেনা নয়। কমনওয়েলথ গেমসের আগে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় দল। তিন ম্যাচের টি ২০ ও ওয়ান ডে সিরিজ খেলেছে। দুটি সিরিজই জিতেছে ভারত। এশিয়া কাপ ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের কাছে নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ। ভারত একবারও টি ২০ বিশ্বকাপ জেতেনি। ২০২০-তে প্রথম বার ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ট্রফির খোঁজে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপকেই পাখির চোখ করছেন হরমনপ্রীত। এশিয়া কাপ থেকেই যেন তার প্রস্তুতি শুরু হচ্ছে।

চোটের জন্য ইংল্য়ান্ড সফরে খেলতে পারেননি দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার জেমিমা রডরিগজ। কমনওয়েলথ গেমসে অনবদ্য ফর্মে ছিলেন জেমিমা। এশিয়া কাপে প্রথম ম্যাচ থেকেই তাঁকে পাওয়া যাবে বলে আশাবাদী হরমনপ্রীত। সাংবাদিক সম্মেলনে জানালেন, নেটে সাবলীল ব্যাট করেছেন জেমিমা। ভারতীয় শিবিরে কিছুটা চিন্তা থাকছে বিধ্বংসী ওপেনার শেফালি ভার্মার ফর্ম। ইংল্যান্ড সফরে দুই ফরম্যাট মিলিয়ে একটিও অর্ধশতরানের ইনিংস নেই শেফালির ব্য়াটে। এমনকি আধডজন ম্যাচের মধ্যে চার ম্যাচে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন শেফালি। টি ২০ তে গত ১৮ ইনিংসে শেফালির অর্ধশতরান নেই। উল্লেখযোগ্য ইনিংস, কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ৩৩ বলে ৪৮ রান। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর আশাবাদী, এশিয়া কাপে রানের খরা কাটাতে পারবেন শেফালি। নজর থাকবে বাংলার পাওয়ার হিটার রিচা ঘোষের দিকেও। দলে নতুন মুখ কিরণপ্রভু নবগীরে ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ব্যাটিং পেলেও অবদান ৭ রান। ভারতের স্বস্তি অধিনায়ক হরমনপ্রীত কৌরের ফর্ম। নেতৃত্বের বাড়তি দায়িত্বই তাঁকে ভালো খেলার আত্মবিশ্বাস জোগাচ্ছে, সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান হরমনপ্রীত।

 

 

 

Next Article