Harshit Rana: ভিডিয়ো: ক্রিকেটে ‘তৃতীয়’ শিকার, ঋতুরাজকে ফিরিয়েই হর্ষিত রানার ফ্লাইং কিস

Watch Video: হর্ষিত রানা ১৭তম আইপিএলে ফ্লাইং কিস দিয়ে রীতিমতো শিরোনামে চলে এসেছিলেন। তবে ফ্লাইং কিস দেওয়ার শাস্তিও পেতে হয়েছিল তাঁকে। এক ম্যাচ নির্বাসিত ছিলেন নাইট তারকা। এ বার দলীপ ট্রফিতে ফিরল আইপিএলের মুহূর্ত।

Harshit Rana: ভিডিয়ো: ক্রিকেটে 'তৃতীয়' শিকার, ঋতুরাজকে ফিরিয়েই হর্ষিত রানার ফ্লাইং কিস
দলীপে ফিরল IPL এর মুহূর্ত, ঋতুরাজকে ফিরিয়েই হর্ষিত রানার ফ্লাইং কিসImage Credit source: X
Follow Us:
| Updated on: Sep 05, 2024 | 5:28 PM

কলকাতা: কোনও ক্রিকেট ম্যাচ চলাকালীন বোলাররা উইকেট নিলে সেলিব্রেশন করেন। ব্যাটাররা হাফসেঞ্চুরি, সেঞ্চুরি করলে সেলিব্রেট করেন। ২২ গজে এই সব দৃশ্য বেশ পরিচিত। অনেক সময় গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলে বোলাররা বেশি আগ্রাসী সেলিব্রেশন করেন। অনেক ক্রিকেটারের বাইশ গজে সেলিব্রেশনের ট্রেডমার্ক স্টাইল থাকে। যা আবার দর্শকদের অনেকের অদ্ভূত লাগতে পারে। আইপিএলের সময় এ বছর এক ম্যাচে উইকেট নিয়ে ফ্লাইং কিস দিয়েছিলেন কেকেআরের তারকা বোলার হর্ষিত রানা (Harshit Rana)। সেই সময় তাঁর এই সেলিব্রেশন রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। এ বার দলীপ ট্রফিতে (Duleep Trophy) ফিরল আইপিএলের মুহূর্ত।

অনন্তপুরে দলীপ ট্রফিতে ইন্ডিয়া-সি ও ইন্ডিয়া-ডি টিমের ম্যাচে হর্ষিত রানা ফ্লাইং কিস দিয়েছেন। ইন্ডিয়া-সি টিমের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়েই তাঁর দিকে হর্ষিত ছুড়ে দেন উড়ন্ত চুমু। এই ঘটনা সকল ক্রিকেট প্রেমীদের আইপিএলের সেই মুহূর্তকে মনে করিয়ে দিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের মায়াঙ্ক আগরওয়ালকে এক ম্যাচে আউট করে আইপিএলের সময় ফ্লাইং কিস দিয়েছিলেন। সে বার হর্ষিতের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কাটা হয়েছিল। কিন্তু এরপর দিল্লির ক্রিকেটার অভিষেক পোড়েলের উইকেট নিয়ে একইরকম ভাবে ফ্লাইং কিস দেওয়ার ফলে বড় শাস্তি পান কেকেআরের তরুণ বোলার। ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়। এবং ১ ম্যাচ নির্বাসিত করা হয়। এরপর তিনি জানান, ওই রকম সেলিব্রেশন করবেন না।

এই খবরটিও পড়ুন

দলীপে টিম-ডির প্রথম ম্যাচে প্রথম স্পেলে একেবারে দুরন্ত পারফর্ম করেন হর্ষিত রানা। ৪-৪-০-২ এটাই দলীপে ইন্ডিয়া-সি টিমের বিরুদ্ধে হর্ষিত রানার প্রথম স্পেল। পঞ্চম ওভারের শেষ বলে ওপেনার সাই সুদর্শনের উইকেট তুলে নেন হর্ষিত রানা। ১৬ বলে ৭ রানে ফেরেন সাই। তাঁকে ফিরিয়ে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় রানাকে।

এরপর সপ্তম ওভারের চতুর্থ বলে ক্যাপ্টেন ঋতুরাজের উইকেট তুলে নেন রানা। ১৯ বলে ৫ রান করে মাঠ ছাড়েন ঋতু। সেই সময় ঋতুরাজের দিকে ফ্লাইং কিস দেন রানা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো, ছবি ভাইরাল হয়েছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি ৬ ওভারে ৪টি মেডেন সহ ১৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন হর্ষিত। ইন্ডিয়া-সি-র প্রথম ইনিংসে আর কটি উইকেট নিতে পারেন, কেকেআরের তারকা সেটাই দেখার।