Ranji Trophy 2024-25: কলকাতায় কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে, খেলবেন গুরুত্বপূর্ণ ম্যাচ

KKR, IPL 2025: আইপিএলের এ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হবেন? তা এখনও শাহরুখ খানের দল ঘোষণা করেনি। অনেকেই এই তালিকায় অজিঙ্ক রাহানেকে এগিয়ে রাখছেন। যে কারণে ক্রিকেটমহলে অজিঙ্ককে কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেনও বলা হচ্ছে।

Ranji Trophy 2024-25: কলকাতায় কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে, খেলবেন গুরুত্বপূর্ণ ম্যাচ
মুম্বইয়ের রঞ্জি ট্রফি টিমের অধিনায়ক অজিঙ্ক রাহানেImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 2:04 PM

কলকাতা: ইডেন গার্ডেন্সে এ বার খেলতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের সম্ভব্য ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। কিন্তু কীভাবে? আসলে হঠাৎ করেই বদলে গিয়েছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের ভেনু। ৮ ফেব্রুয়ারি থেকে রোহতকের লাহলিতে হরিয়ানা বনাম মুম্বইয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েকদিন আগে লাহলির জায়গায় ভেনু বদলে ফেলল বোর্ড। এ বার ইডেন গার্ডেন্সে হবে রঞ্জি কোয়ার্টার ফাইনালে রাহানেদের ম্যাচ।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে হওয়ার কথা। কিন্তু হরিয়ানা এক্ষেত্রে হোম গ্রাউন্ডের সুবিধা পাচ্ছে না। তাদের শেষ আটের ম্যাচ খেলতে হবে নিরপেক্ষ ভেনুতে। এই ম্যাচে অজিঙ্ক রাহানের সঙ্গে নামার সম্ভবনা রয়েছে সূর্যকুমার যাদব, শিবম দুবের মতো ক্রিকেটারদের।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বোর্ডের এই হরিয়ানা ও মুম্বইয়ের কোয়ার্টার ফাইনালের ভেনু বদলের কথা হরিয়ানাকে বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়নি। তাতে খুশি হয়নি হরিয়ানা ক্রিকেট সংস্থা। কারণ আগামী কয়েকদিন লাহলির আবহাওয়া পরিষ্কারই থাকার কথা। ফলে ম্যাচ আয়োজন নিয়ে সমস্যার জায়গাও নেই। তারপরও বোর্ড কেন ভেনু বদল করল? তার উত্তর নেই।

এই খবরটিও পড়ুন

আচমকা ম্যাচ ভেনু বদলে যাওয়ার ফলে দুই দলকে শেষ মুহূর্তে সফরের পরিকল্পনা বদল করতে হচ্ছে। শনিবার থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি শুরু হওয়ার কথা। বুধবার সকালেই লাহলিতে পৌঁছনোর কথা ছিল মুম্বই টিমের সকলের। এখন জানা গিয়েছে, আজ বুধবার সন্ধেয় কলকাতায় পৌঁছবেন রাহানেরা। পাশাপাশি হরিয়ানা টিমেরও বুধ-সন্ধ্যেতে কলকাতায় পৌঁছে যাওয়ার কথা।