England vs New Zealand: হেনরি নিকোলসের অদ্ভুত আউট, বিপাকে নিউজিল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 23, 2022 | 9:19 PM

এমসিসির আইনের ৩৩.২.২.৩ ধারা অনুযায়ী আউট নিকোলস।

England vs New Zealand: হেনরি নিকোলসের অদ্ভুত আউট, বিপাকে নিউজিল্যান্ড
উইকেটের উচ্ছ্বাসে জ্যাক লিচ।
Image Credit source: ICC

Follow Us

 

লিডস: এভাবেও আউট হয়! খুবই দুর্ভাগ্যজনক। আবার মজারও। হেডিংলিতে এমন আউটের সাক্ষী থাকলো বিশ্ব ক্রিকেট। হেনরি নিকোলসের আউটের ভিডিও এখন আলোচনায়। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের (ENGvNZ) তৃতীয় টেস্ট চলছে হেডিংলিতে। চা বিরতির ঠিক আগে। বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ (Jack leach) বোলিং করছিলেন। হেনরি নিকোলসের শট নন স্ট্রাইকার প্রান্তে ড্যারেল মিচেলের শরীরের দিকে। বলের আঘাত থেকে বাঁচতে ব্যাট দিয়ে গার্ড করেন। বল তাঁর ব্যাটে লেগে মিড অফে অ্যালেক্স লিসের হাতে। জ্যাক লিচ কিছুই বুঝে উঠতে পারেননি। সতীর্থরা সেলিব্রেশনে মেতে উঠতেই অবাক ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ। আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও বল থেকে বাঁচতে অনবদ্য ফিটনেসের পরিচয় দেন। হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন নিকোলস। ৯৯ তম ডেলিভারিতে এমন অদ্ভুত ভঙ্গিতে আউট হবেন, কেই বা ভেবেছিল!

 

হেডিংলিতে টসে জিতে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ওভারেই ওপেনার টম লেথামকে ফেরান স্টুয়ার্ট ব্রড। আরেক ওপেনার উইল ইয়ং স্পিনার জ্যাক লিচের শিকার। ৩৫ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে। হেনরি নিকোলস এবং ড্যারেল মিচেল বড় জুটি গড়ার চেষ্টা করেন। অনেকটা অংশে সাফল্যও পান তারা। ১২৫ বল স্থায়ী হয় এই জুটি। হেনরি নিকোলসের অদ্ভুত আউটে ৪০ রানের জুটি ভাঙে। এরপরই চায়ের বিরতি যায় দু দলের ক্রিকেটারর। তবে নিকোলসের আউট নিয়ে অবাক হওয়ার পালা থামার নয়। এমসিসির ক্রিকেট আইন অনুযায়ী এটি আউট। সোশ্যাল মিডিয়ায় এমসিসির পক্ষ থেকে পোস্ট করা হয়েছে- দুর্ভাগ্যজনক আউট? হ্যাঁ, কিন্তু সবটাই নিয়মের মধ্যে হয়েছে। ৩৩.২.২.৩ ধারা অনুযায়ী, কোনও ফিল্ডার ক্যাচ নিলে এবং বল উইকেট, আম্পায়ার, অন্য ফিল্ডার, রানার এবং উল্টো প্রান্তের ব্যাটসম্যানকে ছুঁয়ে এলেও আউট হবে।

 

 

 

Next Article