RCB vs LSG, IPL 2023: চিন্নাস্বামীতে একঝাঁক মাইলস্টোনের সামনে রাহুল-ডু’প্লেসিরা
IPL 2023: ১৬তম আইপিএলে দ্বিতীয় হোম ম্যাচে নামতে চলেছে বিরাট কোহলির আরসিবি।
বেঙ্গালুরু: দেখতে দেখতে ১৬তম আইপিএলের (IPL 2023) ১৪টি ম্যাচ হয়ে গিয়েছে। আজ সোমবার সপ্তাহের প্রথম ম্যাচে ঘরের মাঠে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি (RCB) চলতি আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে। ঘরের মাঠে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করেছিল। এরপর প্রথম অ্যাওয়ে ম্যাচে ইডেনে ৮১ রানের ব্যবধানে হেরেছে আরসিবি। এ বার ঘরের মাঠে ফের জয়ে ফেরার লক্ষ্যে নামবেন বিরাট কোহলিরা। লোকেশের লখনউ (LSG) এ বারের আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টিতে জিতেছে ও ১টিতে হেরেছে। শেষ ম্যাচে হায়দরাবাদকে হারিয়েছে লখনউ। ফলে জায়ান্টসদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। আজকের ম্যাচে দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে সুযোগ রয়েছে একঝাঁক মাইলস্টোন গড়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেশ কয়েকটি রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই দলের কয়েকজন ক্রিকেটার। এক ঝলকে দেখে নিন RCB vs LSG ম্যাচে যে মাইলস্টোন হওয়ার সম্ভবনা রয়েছে —
- লোকেশ রাহুল – লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের নামের পাশে আইপিএল কেরিয়ারের ৩৯৫২ রান রয়েছে। আরসিবির বিরুদ্ধে আজ, সোমবার ৪৮ রান করলেই আইপিএলে ৪ হাজার রানের মাইলস্টোন গড়তে পারেন রাহুল।
- নিকোলাস পুরান – আইপিএল কেরিয়ারের ১০০০ রান পূর্ণ হওয়া থেকে মাত্র ৯ রান দূরে রয়েছেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। বিরাট কোহলিদের বিরুদ্ধে আজ ৯ রান করতে পারলেই আইপিএলে ১০০০ রান হয়ে যাবে পুরানের।
- অমিত মিশ্র – চলতি বছরে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে খেলছেন অমিত মিশ্র। আরসিবির বিরুদ্ধে ৩ উইকেট নিলেই রেকর্ড গড়বেন অমিত। আর ৩টি উইকেট পেলেই লাসিথ মালিঙ্গাকে (১৭৯) টপকে যাবেন অমিত। আর তেমনটা হলে আইপিএলের সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে পৌঁছে যাবেন অমিত।
- মার্কাস স্টইনিস – বর্তমানে টি-২০ ক্রিকেটে মার্কাস স্টইনিসের নামের পাশে রয়েছে ৯৬টি উইকেট। আরসিবির বিরুদ্ধে ৪টি উইকেট নিলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০তম উইকেট পূর্ণ হবে স্টইনিসের।
- ফাফ ডু’প্লেসি – আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসির কাছে টি-২০ ক্রিকেটে ৩০০টি ছক্কার মাইলস্টোন গড়ার সুযোগ রয়েছে। ডু’প্লেসির নামের পাশে বর্তমানে রয়েছে ২৯৬টি ছয়। লখনউয়ের বিরুদ্ধে ৪টি ছয় মারলেই টি-২০ ক্রিকেটে ৩০০টি ছয় পূর্ণ হয়ে যাবে প্রোটিয়া তারকার।
- ফাফ ডু’প্লেসি – লখনউয়ের বিরুদ্ধে আজ জোড়া মাইলস্টোনের সামনে আরসিবি অধিনায়ক। আইপিএলে ৩,৫০০ হাজার রান থেকে মাত্র ১ রান দূরে রয়েছেন ডু’প্লেসি। লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে আজ ১ রান করলেই আইপিএলে সাড়ে তিন হাজার রানের মাইলস্টোন গড়ে ফেলবেন ডু’প্লেসি।
- গ্লেন ম্যাক্সওয়েল – লখনউয়ের বিরুদ্ধে আজ আরসিবির হয়ে ২টি চার মারলেই আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েলের ২০০টি চারের রেকর্ড পূর্ণ হবে।
- শাহবাজ আহমেদ – টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেট নেওয়া থেকে ৪টি উইকেট দূরে রয়েছেন শাহবাজ আহমেদ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪টি উইকেট পেলেই শাহবাজের টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেট পূর্ণ হবে।