Rinku Singh: ফিরে দেখা আমেদাবাদে ‘লর্ড’ রিঙ্কুর ছক্কাবৃষ্টির কারনামা
GT vs KKR, IPL 2023: রবিবাসরীয় আমেদাবাদ সাক্ষী রইল কেকেআরের পরিশ্রমী তারকা রিঙ্কুর ম্যাচ জেতানো ইনিংসের। শুধু আমেদাবাদ বললে ভুল হবে। ক্রিকেট বিশ্ব দেখল রিঙ্কু অবিশ্বাস্য ম্যাচ জেতানো ইনিংস। কেকেআরের ইনিংসের শেষ ছয় বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। আইপিএলের ইতিহাসে ম্যাচের শেষ ওভারে এত রান চেজ আগে দেখা যায়নি। রবি-রাতে হল। হার্দিকের অনুপস্থিতিতে গুজরাট টাইটান্সের স্টপগ্যাপ ক্যাপ্টেন রশিদ খান শেষ ওভারে বল তুলে দিয়েছিল যশ দয়ালের হাতে। তারপর আমেদাবাদে আছড়ে পড়ে রিঙ্কু সুনামি...
Most Read Stories