T20 World Cup 2021: ভারত-আফগানিস্তান ম্যাচে নজরে এই পাঁচ ক্রিকেটারদের দ্বৈরথ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 03, 2021 | 6:10 PM

ভারত-আফগানিস্তানের লড়াইটা দুই দলেই সীমাবদ্ধ নেই, পাঁচ গুরুত্বপূর্ণ প্লেয়ারদের দ্বৈরথও, ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

T20 World Cup 2021: ভারত-আফগানিস্তান ম্যাচে নজরে এই পাঁচ ক্রিকেটারদের দ্বৈরথ
T20 World Cup 2021: ভারত-আফগানিস্তান ম্যাচে নজরে এই পাঁচ ক্রিকেটারদের দ্বৈরথ

Follow Us

আবু ধাবি: এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দুটি ম্যাচে খেলেছে ভারত (India)। আর দুটিতেই কোহলিদের কপালে জুটেছে হার। আর কিছুক্ষণ পরই আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে নামতে চলেছেন বিরাটরা। সুপার-১২ (Super 12) এ এখনও তিন ম্যাচে খেলে দুটিতে জিতেছে আফগানিস্তান। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আফগানিস্তান আজ দুই ম্যাচে হারা কোহলিদের বিরুদ্ধে নামবে। দুই দলের হেড টু হেডে নজর দিলে দেখা যাবে আফগানিস্তানের বিরুদ্ধে এর আগে ভারত দুটি ম্যাচ খেলে দুটোতেই জিতেছে। তবে বিশ্বকাপের মঞ্চে এ বারের আফগানিস্তান চমকে দিতে পারে কোহলিদের।

তবে শুধু লড়াইটা দুই দলেই সীমাবদ্ধ নেই, পাঁচ গুরুত্বপূর্ণ প্লেয়ারদের দ্বৈরথও, ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

১. রোহিত শর্মা বনাম মুজিব উর রহমান

টুর্নামেন্টে আপাতত ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ফর্মে নেই। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে টিম ইন্ডিয়াকে তিনি ভালো জায়গায় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন। কোনও রান না করেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রান করেন ১৪ বল খেলে। কিউয়ি স্পিনার ঈশ সোধি তাঁকে আউট করেন। যার ফলে রোহিতের সামনে এ বার মুজিব উর রহমানকে (Mujeeb Ur Rahman) আটকানোর চ্যালেঞ্জ। স্কটল্যান্ডের বিরুদ্ধে মুজিব ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই আফগান স্পিনারকে ভারতীয় ওপেনারের জন্য বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

২. বিরাট কোহলি বনাম রশিদ খান

ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ভাগ্য এ বারের বিশ্বকাপে মোটেও সঙ্গ দিচ্ছে না। দল যেমন খুব একটা সুবিধে করতে পারছে না, তিনিও আহামরি ফর্মে নেই। পাকিস্তানের বিরুদ্ধে ভিকে হাফ সেঞ্চুরি করলেও দল হেরে যায় ১০ উইকেটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি ১৭ বলে ৯ রান করে কিউয়ি স্পিনার ঈশ সোধির শিকার হন। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টির অন্যতম বিশ্বসেরা বোলার রশিদ খানের (Rashid Khan) বিরুদ্ধে ভালো লড়াই অপেক্ষা করছে কোহলির জন্য। তিনটি ম্যাচে খেলে ইতিমধ্যেই সাত উইকেট নিয়ে ফেলেছেন আফগান লেগস্পিনার রশিদ খান।

৩. ঋষভ পন্থ বনাম মহম্মদ নবি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেকে যেন খুঁজেই পাননি ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। কিউয়িদের বিরুদ্ধে ১৯ বলে তিনি করেন মাত্র ১২ রান। পাকিস্তানের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেও সেই ম্যাচে ৩০ বলে ৩৯ রান করে ফিরে যান সাজঘরে। তাই ক্রিকেটমহলে কথা উঠছে পন্থ কিন্তু নিজেকে সেই অর্থে ফুটিয়ে তুলছেন না। যার ফলে আফগানিস্তানের বিরুদ্ধে মাঝামাঝি ওভারগুলোতে ভারতকে বেশ ভালোই ভুগতে হতে পারে। অন্যদিকে মহম্মদ নবি (Mohammed Nabi) মিডল অর্ডারে আফগানিস্তানকে বেশ আশা দেখিয়েছেন এবং ভরসার প্রতীক হয়ে উঠেছেন।

৪. মহম্মদ শাহজাদ/হজরতউল্লাহ জাজাই বনাম জশপ্রীত বুমরা

আফগানিস্তানকে শুরুতেই ভালো জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা দায়িত্ব সহকারে করছেন দুই আফগান ওপেনার শাহজাদ (Mohammad Shahzad) ও জাজাই (Hazratullah Zazai)। তাঁদের ওপর চাপ তৈরি করার কাজটা করতে হবে বুমরাকে (Jasprit Bumrah)। এখন পর্যন্ত দুটি ম্যাচে খেলে যে দুটি উইকেট এসেছে তা এসেছে ভারতীয় বোলার বুমরার হাত ধরেই। পাকিস্তানের বিরুদ্ধে কোনও উইকেট না পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট পেয়েছিলেন বুমরা। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ওপর যথেষ্ট প্রত্যাশা রয়েছে।

৫. নাজিবউল্লাহ জর্ডান বনাম রবিচন্দ্রন অশ্বিন

সুপার-১২ এ আফগানিস্তানের তিন ম্যাচে ৮৮ রান করে জর্ডান (Najibullah Zadran) এখনও পর্যন্ত দলের সর্বোচ্চ রান স্কোরার। সাধারণত ছয় নম্বরে ব্যাট করতে নামেন তিনি। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আজ খেললে তাঁর বিরুদ্ধে বড় পরীক্ষা দিতে হবে জর্ডানকে। যদিও এখনও পর্যন্ত ভারতীয় স্পিনার প্রথম একাদশে সুযোগ পাননি। তবে বরুণ চক্রবর্তীর ফর্মে না থাকার ফলে আজ অশ্বিনকে খেলাতে পারেন কোহলিরা।

Next Article