নয়াদিল্লি: আজ, রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনই রয়েছে ডাবল হেডার। আইপিএল-১৫-র (IPL2022) দ্বিতীয় ম্যাচেই রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হবেন ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। পাঁচবারের আইপিএলজয়ী মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চলেছে পন্থের দিল্লি। রোহিতরাও চান ছয় নম্বর আইপিএল ট্রফি তাদের ক্যাবিনেটে তুলতে। তাই হিটম্যানের দল তৈরি নতুন অভিযানের জন্য। ২০২১ সালে দিল্লিকে সেমিফাইনালে তুলেছিলেন পন্থ। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে কাপস্বপ্ন ভঙ্গ হয়েছিল পন্থের দিল্লির। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের এক নম্বরে থেকেও তৃতীয় স্থানে টুর্নামেন্ট শেষ করেছিলেন পৃথ্বী শ-রা। এ বার দিল্লির সামনে নতুন মিশন।
এ বারের আইপিএলের গ্রুপ পর্বে দিল্লি ক্যাপিটালস খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে দিল্লির গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….
২৭ মার্চ- বনাম মুম্বই ইন্ডিয়ান্স, (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০মিনিট)
২ এপ্রিল- বনাম গুজরাট টাইটান্স, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৭ এপ্রিল- বনাম লখনউ সুপার জায়ান্টস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১০ এপ্রিল- বনাম কলকাতা নাইট রাইডার্স, (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০মিনিট)
১৬ এপ্রিল- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২০ এপ্রিল- বনাম পঞ্জাব কিংস, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২২ এপ্রিল- বনাম রাজস্থান রয়্যালস, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২৮ এপ্রিল- বনাম কলকাতা নাইট রাইডার্স, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১ মে- বনাম লখনউ সুপার জায়ান্টস, (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০মিনিট)
৫ মে- বনাম সানরাইজার্স হায়দরাবাদ, (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৮ মে- বনাম চেন্নাই সুপার কিংস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১১ মে- বনাম রাজস্থান রয়্যালস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৬ মে- বনাম পঞ্জাব কিংস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২১ মে- বনাম মুম্বই ইন্ডিয়ান্স, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল দিল্লি। নিলাম শেষে ২৪ জনের দল গড়েছে টিম দিল্লি।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।