IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে এলিমিনেটরে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট-ডি’ককরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 25, 2022 | 10:36 AM

টানটান উত্তেজনা রয়েছে এলিমিনেটর ম্যাচ ঘিরে। আর আজ, একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে দুই দলের বেশ কয়েকজন প্লেয়ার।

IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে এলিমিনেটরে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট-ডিককরা
ক্রিকেটের নন্দনকাননে এলিমিনেটরে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট-ডি'ককরা

Follow Us

কলকাতা: আজ, বুধবার ইডেনে এ বারের আইপিএলের (IPL 2022) এলিমিনেটর ম্যাচ। বুধরাতে ক্রিকেটের নন্দনকাননে হাইভোল্টেজ ম্যাচে কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) মুখে নামবে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। গুজরাত টাইটান্সের মতো এই মরসুমের নতুন দল লখনউ আইপিএল অভিষেকেই প্লে অফে পৌঁছে গিয়েছে। প্লে অফের যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল সুপার জায়ান্টসরা। এবং প্লে অফে ওঠা চতুর্থ দল আরসিবি। এখনও অবধি আইপিএল ট্রফি ঘরে তুললে পারেননি বিরাটরা। এ বার সেই লক্ষ্যেই এগোচ্ছে আরসিবি। আজ লখনউকে হারাতে পারলে ফাইনালের পথে একধাপ এগিয়ে যাবেন কোহলিরা। আর রাহুলরা বুধরাতে বাজিমাত করলে, তাঁদের পরের পরীক্ষা হবে রাজস্থানের বিরুদ্ধে। সব মিলিয়ে টানটান উত্তেজনা রয়েছে এলিমিনেটর ম্যাচ ঘিরে। আর আজ, একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে দুই দলের বেশ কয়েকজন প্লেয়ার।

দেখে নিন লখনউ বনাম আরসিবি এলিমিনেটর ম্যাচে কোন কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন কারা —

  1.  আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আর ৬টি চার মারলেই তিনি টি-২০ ক্রিকেটে ৯৫০টি চার মারার নজির গড়বেন।
  2.  আরসিবি তারকা বোলার হর্ষল প্যাটেল যদি আর মাত্র ৮রান করতে পারেন, তা হলে তিনি টি-২০ ক্রিকেটে ১০০০ রানের রেকর্ড পূর্ণ করে ফেলবেন।
  3.  আইপিএলে ১০০ তম উইকেট স্পর্শ করার জন্য আরসিবির হর্ষলের প্রয়োজন আর ৪ উইকেট।
  4.  আজ যদি ২ রান করতে পারেন হর্ষল, তা হলে টি-২০ ক্রিকেটে ১০০ চারের গণ্ডি পেরিয়ে যাবেন তিনি।
  5.  আরসিবি-র তারকা স্পিনার ভানিন্দু হাসারঙ্গা লখনউয়ের বিরুদ্ধে ১০০ তম টি-২০ ম্যাচে নামতে নামছেন।
  6.  লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক আর ৩টি ছয় মারলেই টি-২০ ক্রিকেটে ৩০০ তম ছয় মারার রেকর্ড গড়ে ফেলবেন।
  7.  লখনউয়ের পেসার জেসন হোল্ডারের আইপিএলের ৫০টি উইকেট পূর্ণ করার জন্য দরকার আর ১টি মাত্র উইকেট।
  8.  সুপার জায়ান্টসের পেসার আবেশ খান আর ৪ টি উইকেট পেলেই আইপিএলের ৫০ টি উইকেট পূর্ণ করে ফেলবেন।
Next Article