IPL 2022: ৪০ বছরের ধোনির চলতি আইপিএলে চমকের ঝলক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 23, 2022 | 8:30 AM

MS Dhoni: ৪০-এও চমক দেখাচ্ছেন ভিন্টেজ ধোনি। সেই দস্তানার দাপট, ক্ষুরধার মস্তিস্কের প্রমাণ আর ফিনিশার ধোনি... এই না হলে মাহি! নাই বা থাকুন তিনি চেন্নাইয়ের ক্যাপ্টেন। চলতি আইপিএলে ধোনি যে চমক দেখাচ্ছেন, তা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন আপামর দর্শকরা।

IPL 2022: ৪০ বছরের ধোনির চলতি আইপিএলে চমকের ঝলক
IPL 2022: ৪০ বছরের ধোনির চলতি আইপিএলে চমকের ঝলক
Image Credit source: CSK Twitter

Follow Us

মুম্বই: বয়সকে তোয়াক্কা না করেই তরতরিয়ে এগিয়ে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ৪০-এও চমক দেখাচ্ছেন ভিন্টেজ ধোনি। সেই দস্তানার দাপট, ক্ষুরধার মস্তিস্কের প্রমাণ আর ফিনিশার ধোনি… এই না হলে মাহি! নাই বা থাকুন তিনি চেন্নাইয়ের ক্যাপ্টেন। চলতি আইপিএলে ধোনি যে চমক দেখাচ্ছেন, তা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন আপামর দর্শকরা। আইপিএল-২০২২ (IPL 2022) এর ৩৪টি ম্যাচ হয়ে গিয়েছে। তার মধ্যে ৭টি ম্যাচে খেলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তাতে জয় মাত্র ২টিতে এবং হার ৫টিতে। চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা এ বার সেই অর্থে তাদের ফর্মে নেই। কিন্তু তাও এক একটা ম্যাচে মাহির উপস্থিতি আর বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারা যায় না।

চলতি আইপিএলে মাহির সেরা পারফরম্যান্সের কিছু ঝলক…

১) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিন বছরের মধ্যে লিগে তার প্রথম হাফ সেঞ্চুরির মাধ্যমে এমএস ধোনি আইপিএল ফিফটি করার জন্য সবচেয়ে বয়স্ক ব্যাটারদের তালিকায় প্রবেশ করেন। একটা হাফসেঞ্চুরির জন্য তাঁকে ২ বছর অপেক্ষা করতে হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি শেষবার হাফসেঞ্চুরি করেছিলেন।

২) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে সিএসকের ম্যাচেই ৬ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। সেইসঙ্গে ব্যাটার হিসেবে নতুন রেকর্ডের মালিক হন মাহি। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০-তে ৭ হাজার রান পূর্ণ করলেন ধোনি। ধোনি লখনউয়ের বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে চার মেরে ৭০০০ টি-টোয়েন্টি রানের মাইলস্টোনে পৌঁছেছেন। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে এই কীর্তি গড়েছেন সিএসকের প্রাক্তন অধিনায়ক।

৩) পঞ্জাব কিংসের বিরুদ্ধে এ বারের আইপিএলের ম্যাচে খেলতে নেমে ৩৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করেন। যদিও ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হন ধোনি। ব্যাটে সে রকম রানও পাননি তিনি। ভারতীয়দের মধ্যে ৩৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড ছিল একমাত্র রোহিত শর্মার দখলে। এ বার সেই তালিকায় ঢুকে পড়লেন ধোনিও।

৪) চলতি আইপিএলে দস্তানা হাতে দেখা যাচ্ছে পুরনো ধোনিকে। একাধিক বার দুরন্ত গতিতে স্টাম্পিং করে বহু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন মাহি। এই আইপিএলেও তাঁর ঝলক দেখা যাচ্ছে। শুধু তাই নয় মাহি একাধিক ম্যাচে এমন ফিল্ড সাজাচ্ছেন যে ফাঁদে পা দিয়ে ফেলছেন কায়রন পোলার্ডের মতো তারকারা।

৫) ফের আইপিএলের মঞ্চে ফিনিশার ধোনিকে দেখা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাইয়ের শেষ ম্য়াচে জ্বলে উঠেছিল মাহির ব্যাট। শেষ অবধি দলকে জিতিয়ে পুরনো ফিনিশার ধোনির কথা মনে করিয়ে দিয়েছেন সিএসকের থালা। রোহিতদের বিরুদ্ধে জয়দেব উনাদকাটের শেষ ওভারে ১৭ রান নিয়ে দলকে ম্যাচ জেতালেন। তাও ৪ বলে ১৬ রান দরকার, এই অবস্থায় তিনি বল ফেস করেন। আর ওই ৪ বলেই বাজিমাত। ম্যাচের পর ফিনিশার ধোনিকে কুর্নিশ জানায় চেন্নাই সুপার কিংসের সদস্যরা।

Next Article