সোশ্যাল মিডিয়া ফিডে কতকিছুই তো আসে। অনেকেই দেখেন, লাইক-কমেন্ট-শেয়ার করেন। কেউ আবার না পড়েই রিয়্যাক্ট করেন। আবার অনেকেই আছেন, কোনও বিখ্যাত ব্যক্তির কোট থেকে প্রেরণা নেন। যদিও সব ক্ষেত্রেই যে সেই কোট সত্যি হয় তা নয়। কখনও অনেকের নাম দিয়ে কোট ছাড়া হয়, যেগুলো আদৌ তাঁদের নয়। এমন কোট অনেকের জীবনও বদলে দিতে পারে। যেমনটা হয়েছে ভারতের তরুণ এক্সপ্রেস গতির বোলার মায়াঙ্ক যাদবের ক্ষেত্রেই! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মায়াঙ্ক যাদবকে চিনতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। তেমনই রতন টাটাকেও। লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবের কাছে একটা সময় সুযোগ এসেছিল নৌবাহিনীতে যোগ দেওয়ার। সেই সুযোগটা নেননি মায়াঙ্ক। তাঁর পছন্দ ক্রিকেট। সে কারণেই নৌবাহিনীতে যোগ দেননি। আর এই কঠিন সিদ্ধান্তটা নিতে সাহায্য করেছিল রতন টাটার একটি ফেক কোট। মায়াঙ্কের কোচ অবশ্য চাকরি না করার সিদ্ধান্তে খুশি ছিলেন না। তার অন্যতম কারণ, চোট। যে কারণে মায়াঙ্কের ক্রিকেট কেরিয়ারে নিরাপত্তাহীনতা ছিল। এখনও তা পুরোপুরি না মিটলেও, একটা আশার আলো রয়েছে।
রতন টাটার সেই ‘ফেক’ কোটের বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন মায়াঙ্ক। বলছেন, ”আমি কোথাও একটা পড়েছিলাম যে রতন টাটা বলেছেন- ‘আমি সঠিক সিদ্ধান্তে বিশ্বাস করি না। আগে সিদ্ধান্ত নিই, তারপর সেটাকে সঠিক প্রমাণের চেষ্টা করি।’ এই মন্তব্যটা আমার মনে দাগ কেটেছিল।” প্রশ্ন আসতেই পারে, এই কোটকে কেন ফেক বলা হচ্ছে!
একটি সাক্ষাৎকারে রতন টাটাকে এই কোট নিয়ে জানতে চাওয়া হয়েছিল। সেই ভিডিয়ো খুঁজলে পাওয়াই যাবে। যেখানে তাঁকে এই কোটের বিষয়ে জানতে চাওয়া হলে, রতন টাটা পরিষ্কার করে দেন, তিনি এমনটা কখনও বলেননি। অবশ্য, তাতেও বা কী যায় আসে! মায়াঙ্কের জীবন তো কিছুটা হলেও বদলে গিয়েছে।