চিপক কি আর চেন্নাই সুপার কিংসের দুর্গ নয়! এ মরসুমে ঘরের মাঠে দুটো ম্যাচই জিতেছে চেন্নাই সুপার কিংস। তারপরও কেন এমন আশঙ্কা? এর নানা কারণও রয়েছে। ঘরের মাঠে আজ চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এক ম্যাচে নানা দ্বৈরথ। বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সতীর্থ গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। ধোনি এখন আর কাগজে কলমে সিএসকের ক্যাপ্টেন নন। মাঠে তো থাকবেন। উল্টোদিকে, গৌতম গম্ভীর ডাগ আউটে।
বিশ্বের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। এ মরসুমে এখনও অবধি দু-ম্যাচে ব্যাট করতে নেমেছেন। তবে এত নীচে ব্যাট করতে নেমেছেন, সমর্থকদের কাছে শুধুই বিনোদনের সুযোগ হয়েছে। গত দু-ম্যাচেই হেরেছে চেন্নাই সুপার কিংস। আর উল্টোদিকে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ফিনিশার। যাঁকে নিয়ে সমর্থকদের উন্মাদনাও কম নয়। সকলের ‘ডার্লিং’ হয়ে উঠেছেন রিঙ্কু সিং। সেরা ফিনিশার হতে চান রিঙ্কু। মাহির থেকে পরামর্শও নিয়েছেন, কঠিন পরিস্থিতিতে কী ভাবে মাথা ঠান্ডা রাখতে হয়।
চেন্নাই সুপার কিংস কি এ বার পরিকল্পনা বদলে ফেলেছে? চার ম্যাচ খেলে ২টি করে জয় ও হার। জয় দুটিই ঘরের মাঠে। এত দিন চিপক বলতে বোঝাতো, স্পিনের রাজত্ব। এ মরসুমে সেই বিষয়টাই উধাও। চিপকে এ মরসুমে দুটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। দু-ম্যাচ মিলিয়ে পেসারদের দখলে ১৮টি উইকেট। স্পিনাররা নিয়েছেন চার উইকেট। সিএসকে স্পিনারদের ঝুলিতে চিপকে কোনও উইকেট আসেনি। আর এটাই বড় চমক হতে পারে কেকেআরের। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো স্পিনার রয়েছেন কেকেআর শিবিরে।
সিএসকে শিবিরে নানা সমস্যা। বিশেষত ব্যাটিং নিয়ে। টিম হিসেবে গত দুটি অ্যাওয়ে ম্যাচে ভরসা দিতে ব্যর্থ চেন্নাই। এখানেও অ্যাডভান্টেজ কেকেআর। বিশেষ করে পাওয়ার প্লে-তে। সুনীল নারিন, ফিল সল্ট দুর্দান্ত স্টার্ট করছেন। গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীও। সঙ্গে আন্দ্রে রাসেল তো রয়েইছেন। ছন্দে শ্রেয়স আইয়ারও। পাওয়ার প্লে-তেই যেন পার্থক্য গড়ে দিচ্ছে কেকেআর। গত ম্যাচে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক স্কোরের রেকর্ডও গড়েছে নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিক করে চেন্নাইয়ে নামছে কেকেআর। লক্ষ্য চারে চার।