দুবাই: পরিস্থিতি এমন, কেসি নাগের অঙ্কের বই বের করতে হচ্ছে! নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হারতেই সেমিফাইনালের অঙ্ক কঠিন হয়ে দাঁড়িয়েছে বিরাটদের সামনে। বিশ্বকাপে (T20 World Cup) এখনও একটা ম্যাচও জিততে পারলেন না রোহিতরা। প্রথম ম্যাচে পাকিস্তানের (Pakistan) কাছে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। দুটো ম্যাচ হারায় ভারতের সেমিফাইনালের পথ কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রয়েছে ক্ষীণ আশা। ক্রিকেট দেবতা সঙ্গ দিলে তা হলেই মিলতে পারে সেমিফাইনালের টিকিট।
কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত?
ভারতের ম্যাচ বাকি আফগানিস্তান, স্কটল্যান্ড আর নামিবিয়ার বিরুদ্ধে। ৩টে ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে ভারতকে।
নিউজিল্যান্ডের ম্যাচ বাকি স্কটল্যান্ড, নামিবিয়া আর আফগানিস্তানের বিরুদ্ধে। যে কোনও একটা ম্যাচ হারতেই হবে কিউয়িদের।
৩ ম্যাচে আফগানিস্তানের ঝুলিতে ৬ পয়েন্ট। লিগ টেবিলের ২ নম্বরে আফগানরা। ম্যাচ বাকি ভারত আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। স্কটল্যান্ড, নামিবিয়া, পাকিস্তানের মতো ৩টে ম্যাচ থেকে রশিদরা ছন্দ খুঁজে পেয়ে গিয়েছেন। এমনিতেই টি-২০ ক্রিকেটে আফগানিস্তান যে কোনও টিমের কাছে কঠিন প্রতিপক্ষ, ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারার জন্য। এই আফগানদের হারানো সহজ হবে না। অ্যাটাকিং ব্যাটিং, চমত্কার স্পিন কম্বিনেশন আফগানিস্তানের ইউএসপি।
৭ নভেম্বর ভারত বিশ্বকাপের সেমিফাইনালে যাবে কি যাবে না, সেই অঙ্ক অনেকটাই পরিষ্কার হবে। নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে ভারতের গল্প অনেকটাই শেষ। কারণ, আফগান ম্যাচের আগেই নামিবিয়া আর স্কটল্যান্ডের সঙ্গে খেলা হয়ে যাবে উইলিয়ামসনদের। বোল্টরা যা ফর্মে আছেন ওই দুটো ম্যাচের কোনও একটায় হারবেন, অতি বড় ভারতপ্রেমীও এই বিশ্বাস করে না। আর যদি আফগানিস্তান জেতে, তাহলেই আশার আলো তৈরি হবে বিরাট শিবিরে। সে ক্ষেত্রে ৮ নভেম্বর নামিবিয়াকে বিরাট ব্যবধানে হারাতে হবে। তার আগে অবশ্য ৩ নভেম্বর, অর্থাত্ পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে ভারতকে। ওই ম্যাচ যদি হেরে যায় তাহলে কোনও অঙ্কই আর প্রয়োজন পড়বে না।
ঘটনা হল, বিশ্বকাপের আসরে সাম্প্রতিক কালে এত খারাপ খেলেনি। এই বিশ্বকাপে ভারতের সার্বিক পারফরম্যান্স দেখে বিশেষজ্ঞমহলের চোখ কপালে উঠেছে। টিমের মেরুদণ্ড যাঁরা, বিরাট, রোহিত, রাহুল, বুমরা, জাডেজা, সামি— কেউই সেই অর্থে টিমকে টানতে পারছেন না। শুধু তাই নয়, যে তরুণ প্রজন্মকে ভবিষ্যত্ হিসেবে প্রোজেক্ট করা হচ্ছে, তাঁরাও চরম ব্যর্থ। ব্যক্তিগত নৈপুণ্য ক্রিকেটের অলঙ্কার। কিন্তু টিম গেম যে ক্রিকেটে একটা ম্যাচ জেতার বেসিক শব্দ, সেটা বিরাটরা ভুলে গেলেন কী করে?
আরও পড়ুন: T20 World Cup 2021: ম্যাচ জেতার মতো সাহসী ছিলাম না আমরা, বলছেন বিরাট