জয়পুর: কী ভাবে ভারতীয় টিমে আবার ঢুকে পড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? কেন তাঁকে মেন্টর (Mentor) করা হল? কোন ভাবনা থেকে এই প্রস্তাবে সাড়া দিয়েছিলেন ধোনি? টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় টিম ঘোষণার পর থেকেই এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বেড়াচ্ছে ক্রিকেট সার্কিটে।
অনেকগুলো যুক্তির উপর দাঁড়িয়ে ধোনিকে মেন্টর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইংল্যান্ড সফরে ব্যস্ত থাকা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে প্রথমে এ নিয়ে কথা বলা হয়েছিল। কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট কোহলিকে অবশ্য শুরুতে বলা হয়েছিল পরামর্শদাতা হিসেবে কোনও একজনকে টিমের সঙ্গে জোড়া হতে পারে। তখনও ঠিক হয়নি ধোনিকে নেওয়া হবে।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ-র মাথা থেকেই প্রথম এই ভাবনা জন্ম নেয়। এর পিছনে দুটো কারণ ছিল। এক, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে কঠিন পরিস্থিতিগুলো সামলাতে হবে ভারতকে। সাম্প্রতিক ম্যাচের খতিয়ান দেখলে বোঝা যাবে, নক আউট স্টেজে ভারত অনেক বেশি ম্যাচ হেরেছে। যার অর্থ হল, চাপ সামলাতে পারছেন না ভারতীয় টিমের ক্রিকেটাররা। প্রাক্তন ক্যাপ্টেন ধোনি এর জন্যই বিখ্যাত ছিলেন। সিনিয়ররা তো বটেই, জুনিয়ররাও তাঁর পরামর্শে উপকৃত হবেন। দুই, ক্রিকেট ছাড়ার পর ধোনির ভবিষ্যত্ কী হবে? এই প্রশ্নের উত্তর একটা সময় দিতই হত ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাঁর মতো সফল ও আইকনিক ক্রিকেটারের ঝুলিতে শুধু যে রান রয়েছে, তাই-ই নয়। তিনি ট্রফিও দিয়েছেন ভারতকে। আর তাই ক্রিকেট-পরবর্তী ধোনিকে ব্যবহারের ভাবনা ছিল বিসিসিআইয়ের (BCCI)। সেই কাজই শুরু করে দিল। কেন এখনই? তার কারণ হল, আইপিএলের বাকি ম্যাচের পর ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিতে চলেছেন ধোনি। তাই তাঁকে কাজে লাগানোর এটাই সেরা সময়। এই ভাবনা থেকেই পরামর্শদাতা নয়, আইপিএলের ধাঁচে মাহিকে টিমের মেন্টর করে দেওয়া হয়।
বেশ কিছু দিন দশেক আগে ধোনির কাছে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতীয় টিমের মেন্টর হওয়ার। কিন্তু ধোনি সময় চেয়েছিলেন ভেবে দেখার। একটি সূত্র জানাচ্ছে, বোর্ডের তরফে তাঁকে অনুরোধ করা হয়েছিল মেন্টরের ভূমিকায় বিশ্বকাপের সময় ভারতীয় টিমের সঙ্গে থাকার। ফলে, তিনি না বলতেন না। কিন্তু ধোনি ধোনিই। বিরাট ও শাস্ত্রীর সঙ্গে একদফা কথা বলার পরই তিনি মেন্টর হওয়ার প্রস্তাবে সায় দেন।
প্রশ্ন হল, ধোনি-বিরাট কম্বিনেশন কি দাঁড়াবে? বোর্ড এ ব্যাপারে নিশ্চিত। অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর ধোনি-বিরাট সম্পর্কে কখনও জটিলতা ছিল না। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে অনেক কিছুর ক্ষেত্রেই বিরাট নির্ভর করতেন ধোনির উপর। বিশেষ করে কিপার ধোনিই সাজাতেন ফিল্ডিং। বোলারদের পরামর্শ দিতেন। টিম সাফল্য পেলে কখনও তার কৃতিত্ব নিতেন না। ফলে নতুন করে ধোনির সঙ্গে তালমেল তৈরি করতে সময় লাগবে না বিরাটের। সেই সঙ্গে শাস্ত্রীরও মাহিকে মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। কারণ, ভারতীয় কোচ হিসেবে একেবারে শেষ দিকে দাঁড়িয়ে আছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তাঁর চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
ঘুরে ফিরে আবার সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। ধোনি কি শুধুই মেন্টর থাকবেন ভারতীয় টিমের? বোর্ড চায়, বিরাটের টিমের সাফল্যের দিশা হয়ে উঠুন ধোনি। কে বলতে পারে, হয়তো আগামী দিনে রবি শাস্ত্রীর ভূমিকাতেই দেখা যাবে না ধোনিকে?