‘তিন কন্যা’-র পড়াশুনায় ধোনি-বিরাট-রোহিতের আয়ের কতটা খরচ হয় জানেন?
মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলির 'লাডলি'র কথা জানেন? এই ত্রয়ীই গর্বিত বাবা। তিনজনেরই প্রথম সন্তান মেয়ে। রোহিত ও বিরাটের একটি করে পুত্রসন্তানও রয়েছে।

বেলা, রানি আর মীরা… এই হল রবীন্দ্রনাথ ঠাকুরের তিন-কন্যা। ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষকে কেন্দ্র করে কবিগুরুর তিনটি ছোটগল্পকে বেছে নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন ‘তিন কন্যা’। এই তিন কন্যা সম্পর্কে অনেকেই জানেন। আর অনেকে যা জানেন না, তা হল ভারতীয় ক্রিকেটের তিন অন্যতম স্তম্ভের তিন কন্যার কাহিনি। টিম ইন্ডিয়ার তিন স্তম্ভ শুনলেই নানা নাম অনেকের মনে ভেসে আসতে পারে। খুব অতীতে যেতে হবে না। কারণ, আজ বিস্তারিত জানাই মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলির ‘লাডলি’র কথা। এই ত্রয়ীই গর্বিত বাবা। তিনজনেরই প্রথম সন্তান মেয়ে। রোহিত ও বিরাটের একটি করে পুত্রসন্তানও রয়েছে। তবে ধোনির নয়ণের মণি তাঁর একমাত্র মেয়ে। বিরাট-রোহিত-ধোনিরা প্রচুর অর্থ উপার্জন করেন। অনেকেই যেমন এই খোঁজ রাখেন, পাশাপাশি ক্রিকেট প্রেমীদের আগ্রহ তাঁদের সন্তানদের নিয়েও। কোন স্কুলে পড়ে এই ত্রয়ী তারকার তিন কন্যা? তার জন্য কত খরচ হয়? এক ঝলকে জেনে নেওয়া যাক।
ভারতীয় ক্রিকেটের আইকন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা। বিরাট-রোহিত এখনও জাতীয় দলে খেলেন। তাঁরা যদিও টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। কিন্তু এখনও টেস্ট ও ওডিআইতে রো-কো জুটিকে ভারতের হয়ে খেলতে দেখা যায়। আর ধোনিকে ব্যাট হাতে খেলতে দেখা যায় শুধু আইপিএলে। এই সময় অনেকের আগ্রহ হয় ধোনির ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা জানার। অনেকেই তাই খোঁজ নেন জিভার স্কুল ফি কত। আমরা সে বিষয়ে বলার আগে জিভাকে নিয়ে একটু বলি। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ধোনি ও সাক্ষীর মেয়ে জিভার জন্ম।
দেখতে দেখতে মাহির লাডলির ১০ বছর বয়স হল। এক্কেবারে ছোট্টটি থেকেই জিভাকে বাবা ধোনি ও মা সাক্ষীর সঙ্গে নানা টুরে এবং আইপিএলে সময় সিএসকে টিমের সঙ্গে দেখা যে। মেয়েকে পড়াশুনার জন্য দূরে পাঠাননি ধোনি। আন্তর্জাতিক মানের একটি বেসরকারি বোর্ডিং স্কুলে জিভাকে ভর্তি করিয়েছেন ধোনি। রাঁচির অন্যতম সেরা স্কুল টুরিয়ান ওয়ার্ল্ড স্কুল। কৃষিকাজ থেকে শুরু করে হর্স রাইডিং, সুইমিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস— সব খেলার সুযোগ রয়েছে জিভার স্কুলে। দীর্ঘ ৬৫ একর জুড়ে সবুজে ঘেরা স্কুল ক্যাম্পাস। সেখানে খোলা আকাশের নীচে ছাত্র-ছাত্রীদের নাচ, গান, আঁকা এবং নানা রকম বাদ্যযন্ত্র শেখার ব্যবস্থাও আছে। স্কুলের ওয়েবসাইটের ফি স্ট্রাকচার অনুযায়ী, ওই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত বাৎসরিক বেতন ৪ লক্ষ ৪০ হাজার টাকা। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই বেতন হয় ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এই মুহূর্তে জিভা ক্লাস ফাইভে পড়ে।
এ বার আসা যাক রোহিতের মেয়ের পড়াশুনাতে। ভারতের টেস্ট ও ওডিআই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার মেয়ে সামাইরার জন্ম ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ছোট্ট সামাইরা মুম্বইয়ের ধীরুবাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে পড়াশুনা করে। রোহিত ও ঋতিকাকে তাঁদের বড় মেয়ে সামাইরার বার্ষিক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ অনুযায়ী ওই স্কুলে কিন্ডারগার্টেনের জন্য ১৪ লক্ষ টাকা বেতন এবং ক্লাস টুয়েলভ অবধি বেতন ২০ লক্ষ টাকা। প্রায় ৬ বছরের কাছাকাছি রোহিতের মেয়ের বয়স।
জিভা ও সামাইরার থেকে বেশ খানিকটা ছোট বিরাট কোহলির মেয়ে। কিং কোহলি ও অনুষ্কা শর্মার বড় মেয়ে ভামিকা কোহলি। তার জন্ম ২০২১ সালের ১১ জানুয়ারি। খুদে ভামিকার বয়স ৪। এখনও অবধি পরিষ্কার জানা যায়নি ভামিকা কোন স্কুলে পড়ে। তবে সূত্রের খবর, বেশিরভাগ স্টারকিডদের মতো ভামিকাও হয়তো ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল থেকে পড়াশুনা করবে। তবে বিরাট ও অনুষ্কা লন্ডনেও যাতায়াত করেন মাঝে মাঝে। ফলে ভামিকাকে তাঁরা অন্য কোনও জায়গায় বোর্ডিং স্কুলে ভর্তি করবেন কিনা, তা যানা যাবে সময় আসলে।





