World Test Championship: ভারত কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 13, 2022 | 12:02 AM

Team India: দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। তারা ভালো পারফরম্য়ান্স করলে চাপ বাড়বে ভারতের। তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের চেয়ে সামান্য এগিয়ে তারা। শ্রীলঙ্কারও সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। ভারতকে যেমন সবকটি ম্যাচ জিততে হবে, তেমনই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ফলের উপরও নজর রাখতে হবে।

World Test Championship: ভারত কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে?

Follow Us

চট্টগ্রাম : ইংল্যান্ড সফর এখন অতীত। বাংলাদেশে রয়েছে ভারতীয় দল। তবে ইংল্যান্ডের একটা ম্যাচ বড় রকমের প্রভাব ফেলেছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সেই টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন না। জসপ্রীত বুমরার নেতৃত্বে একটা সময় অবধি ভারতের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। শেষ অবধি হার। ভারতের সূচিতে বাকি রয়েছে আর মাত্র আধডজন টেস্ট। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে এই আধডজন টেস্টই ভরসা। আইসিসির উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফি আসেনি। ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার। এ বার ফাইনালে যাওয়া নিয়ে এখনও অনেক জটিলতা রয়েছে। কীভাবে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে! তুলে ধরল TV9Bangla

বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে ভারত। তার আগে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে। প্রথম দুটি ওয়ান ডে-তে হার। সিরিজ হারলেও শেষ ম্যাচে জিতেছে ভারত। ঈশান কিষাণ ডাবল সেঞ্চুরি এবং বিরাট কোহলি শতরান করেন। চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল এ বার নামছে টেস্টে। ফাইনালে যেতে হলে ভারতকে বাকি আধডজন টেস্টই জিততে হবে। যার দুটি বাংলাদেশের বিরুদ্ধে। আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এরপরই। ভারতের বাকি চারটি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুইয়ে অস্ট্রেলিয়ার পরই দক্ষিণ আফ্রিকা। ফাইনাল খেলতে প্রথম দুইয়ে থাকতে হবে।

এজবাস্টনে ভারত শেষ টেস্ট খেলেছিল। সেই টেস্টের মতো বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেও পাওয়া যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে। চোটের জন্য নেই আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য় জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। বাকি আধডজন টেস্টের মধ্যে একটা হারেই স্বপ্ন শেষ হয়ে যেতে পারে ভারতের। পয়েন্ট টেবলে ভারত চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষ দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার শতকরা পয়েন্ট ৭৫ এবং ৬০। সেখানে ভারতের পয়েন্ট শতকরা ৫২.০৮। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ সিরিজ জিতে শীর্ষস্থান আরও মজবুত করেছে অজিরা। তাদের প্রথম দুই থেকে সরানো কঠিন। নজরে অন্তত দ্বিতীয় স্থান। দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। তারা ভালো পারফরম্য়ান্স করলে চাপ বাড়বে ভারতের। তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের চেয়ে সামান্য এগিয়ে তারা। শ্রীলঙ্কারও সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। ভারতকে যেমন সবকটি ম্যাচ জিততে হবে, তেমনই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ফলের উপরও নজর রাখতে হবে।

Next Article