T20 Cricket: তিনটে সুপার ওভার! রিঙ্কু সিংয়ের ‘মঞ্চে’ অবশেষে ম্যাচের ফয়সালা

Aug 24, 2024 | 1:59 AM

Maharaja T20: দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে হুবলি টাইগার্স। ক্যাপ্টেন মণীশ পান্ডে ৪ বলে ৭ রান করেন। মন্বন্ত কুমার ২ বলে ১ রান। বেঙ্গালুরু ব্লাস্টার্সের লক্ষ্য দাঁড়ায় ৯ রান। আইপিএল খেলা পেসার বিদ্বথ কাবেরাপ্পার বোলিংয়ে ৮ রানই তোলে বেঙ্গালুরু ব্লাস্টার্স। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে।

T20 Cricket: তিনটে সুপার ওভার! রিঙ্কু সিংয়ের মঞ্চে অবশেষে ম্যাচের ফয়সালা
Image Credit source: Maharaja T20

Follow Us

অবিশ্বাস্য একটা ম্যাচের সাক্ষী রইল ভারতীয় ক্রিকেট। সেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামেই। এ বছরের শুরুতে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামেই। আফগানদের বিরুদ্ধে পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে পড়েছিল ভারত। রোহিত শর্মা এবং রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য জুটিতে বিশাল স্কোর গড়ে ভারত। যদিও ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জেতে ভারত। সেই মাঠে আরও একটা সুপার ওভার। তবে একটা নয়, তিনটে সুপার ওভার! আন্তর্জাতিক টি-টোয়েন্টির নিয়ম অনুযায়ী, যতক্ষণ না অবধি ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার চালিয়ে যেতে হবে। সেটাই হল মহারাজা টি-টোয়েন্টি লিগে। তিনটে সুপার ওভারে ম্যাচের ফয়সালা হল মায়াঙ্ক আগরওয়ালদের ম্যাচের।

কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মহারাজা টি-টোয়েন্টি লিগে। এ দিন মুখোমুখি হয়েছিল হুবলি টাইগার্স ও বেঙ্গালুরু ব্লাস্টার্স। হুবলি টাইগার্সের ক্যাপ্টেন মণীশ পান্ডে। বেঙ্গালুরু ব্লাস্টার্সের ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। ঐতিহাসিক একটা ম্যাচ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান তোলে হুবলি। ১৪ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস মহম্মদ তাহার। ক্যাপ্টেন মণীশ পান্ডে ২২ বলে ৩৩ রান করেন। বেঙ্গালুরু ব্লাস্টার্সের লাভিস কৌশল ৪ ওভারে ১টি মেডেন সহ ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

এই খবরটিও পড়ুন

রান তাড়ায় ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল ৩৪ বলে ৫৪ রান করেন। শেষ দিকে জ্ঞানেশ্বর নবীন ১১ বলে ২৩ রান করেন। যদিও ম্যাচ জেতানো হয়নি। ২০ ওভারে বেঙ্গালুরু ব্লাস্টার্সও ১৬৪ রানেই অলআউট। চার উইকেট নেন মন্বন্ত কুমার। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে বেঙ্গালুরু ব্লাস্টার্স প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১০ রান করে। ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল গোল্ডেন ডাক। হুবলি টাইগার্সকেও ১০ রানেই আটকে রাখে বেঙ্গালুরু ব্লাস্টার্স। ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে হুবলি টাইগার্স। ক্যাপ্টেন মণীশ পান্ডে ৪ বলে ৭ রান করেন। মন্বন্ত কুমার ২ বলে ১ রান। বেঙ্গালুরু ব্লাস্টার্সের লক্ষ্য দাঁড়ায় ৯ রান। আইপিএল খেলা পেসার বিদ্বথ কাবেরাপ্পার বোলিংয়ে ৮ রানই তোলে বেঙ্গালুরু ব্লাস্টার্স। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে।

তৃতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ব্লাস্টার্স। ১৩ রানের টার্গেট দেয় হুবলিকে। অলরাউন্ডার মন্বন্ত কুমার ৪ বলে ১১ রান করেন। একটি ওয়াইড এবং ক্যাপ্টেন মণীশ পান্ডের ৩ বলে ১ রানে রুদ্ধশ্বাস জয় হুবলি টাইগার্সের। ম্যাচের সেরা হন মন্বন্ত কুমারই।

Next Article