CSK, IPL 2023: ধোনি-স্লোগানে মাতল আমেদাবাদ, বিমানবন্দরে সেলফি তাণ্ডব!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 30, 2023 | 3:53 PM

MS Dhoni, IPL 2023: এ বারের আইপিএলের প্রথম ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আজ, বৃহস্পতিবার আমেদাবাদে পৌঁছে গিয়েছে মাহির সিএসকে।

CSK, IPL 2023: ধোনি-স্লোগানে মাতল আমেদাবাদ, বিমানবন্দরে সেলফি তাণ্ডব!
আমেদাবাদ বিমানবন্দরে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাডেজা
Image Credit source: Twitter

Follow Us

আমেদাবাদ: রাত পোহালেই আইপিএলের (IPL) ঢাকে কাঠি। দেখতে দেখতে চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। আগামী কাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। আইপিএল-২০২৩ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। এ বারের আইপিএলের প্রথম ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বুধবার আমেদাবাদে পৌঁছে গিয়েছে মাহির সিএসকে। আমেদাবাদ বিমানবন্দরে ধোনি ও চেন্নাই সুপার কিংসের বাকি সদস্যদের স্বাগত জানানোর জন্য ভিড় জমিয়েছিলেন সিএসকের (CSK) অনুরাগীরা। ধোনি-জাডেজারা চিপক থেকে আমেদাবাদে পৌঁছনোর পর সারা বিমানবন্দরে মাহি ভক্তরা ‘ধোনি ধোনি’ রব তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। প্রিয় থালাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাতে আমেদাবাদ বিমানবন্দরে ধোনির অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আমেদাবাদ বিমানবন্দরে ধোনিকে দেখার জন্য তিল ধরার জায়গা ছিল না। ধোনির অনুরাগীরা তাঁকে কাছ থেকে দেখার জন্য উতলা হয়ে উঠেছিল। যার ফলে বিমানবন্দর থেকে ধোনিকে এসকর্ট করে বাইরে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ধোনির বিমানবন্দর থেকে বেরোনোর ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে। মাহির সঙ্গে সেলফি তোলার জন্য অনেক ফ্যানেদের এগিয়ে আসতেও দেখা যায়।

চেন্নাই সুপার কিংসের টুইটারে আমেদাবাদ বিমানবন্দর থেকে রবীন্দ্র জাডেজার বের হওয়ার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তাতে দেখা যায় তাঁকে দেখেও সিএসকে প্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আইপিএলের-১৬ তম সংস্করণের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। যেহেতু আইপিএল-২০২৩ এর উদ্বোধনী ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে তাই মনে করা হচ্ছে গুজরাট বনাম চেন্নাই ম্যাচে ১ লাখের বেশি দর্শক গ্যালারি মাতাতে হাজির হতে পারেন। এ বার দেখার আইপিএলের বাকি মরসুমের মতো কতটা সফল হয় এই মরসুম।

Next Article