ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। সর্বাধিক আইপিএল জয়ের রেকর্ড ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। গত মরসুমে চ্যাম্পিয়ন হয়ে সেই রেকর্ড ছুঁয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই পঞ্চম খেতাব জিতেছে তারা। ‘দু-দিনের’ রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়েছিল সিএসকে। এ বারের টুর্নামেন্ট শুরু ২২ মার্চ। হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। প্রথম দিনই মাঠে নামছে সিএসকে। এর মধ্যেই চেন্নাই শিবিরে গভীর চিন্তা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চেন্নাই সুপার কিংসের পঞ্চম ট্রফি জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রীলঙ্কার স্লিঙ্গার মাতিসা পাথিরানা। মহেন্দ্র সিং ধোনির তিরন্দাজও বলা যায় তাঁকে। লাসিথ মালিঙ্গার মতোই বোলিং অ্যাকশন। মহেন্দ্র সিং ধোনির হাতে পড়ে ক্ষুরধার হয়ে উঠেছেন এই তরুণ পেসার। স্লগ ওভারে তাঁর বুলসআই ইয়র্কার যে কোনও ব্যাটারকেই চাপে ফেলতে বাধ্য। আইপিএলের গত সংস্করণে ১২ ম্যাচ খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের এই পেসার। ১২ ম্যাচে মাতিসা নিয়েছিলেন ১৯ উইকেট। কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, এর থেকেই বোঝা যায়।
মহেন্দ্র সিং ধোনি খুবই ভরসা করে থাকেন এই পেসারকে। ধোনির টিমে ভালো পারফরম্যান্সের জেরেই শ্রীলঙ্কা জাতীয় দলে অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। সদ্য বাংলাদেশ সফরে গিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট টিম। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্তিতে চোট পেয়েছিলেন মাতিসা পাথিরানা। নিজের কোটার বোলিং সম্পূর্ণ করতে পারেননি। মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা বড় অংশে তাঁকে পাওয়া নাও যেতে পারে। যা নিয়ে প্রবল চিন্তায় সিএসকে শিবির।
সংবাদ সংস্থা পিটিআইকে আইপিএলের এক সূত্র জানিয়েছে, পাথিরানার গ্রেড ১ হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে। অন্তত দু-সপ্তাহ লাগবে তাঁর ফিট হয়ে উঠতে। সময়টা বেশিও লাগতে পারে। বেশ কয়েক ম্যাচে তাঁকে নাও পেতে পারে চেন্নাই।