কলকাতা: কেকেআরের (KKR) পোস্টার বয় হয়ে উঠেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নতুন উদ্যমে নতুন মরসুম শুরু করতে চায়। দলবল নিয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর। গত আইপিএলে রিঙ্কুর ৫ বলে ৫ ছক্কা এখনও কেকেআরের অনুরাগীদের মুখে মুখে ঘোরে। ঠাণ্ডা মাথায় রিঙ্কু যে ভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা অর্জন করেছেন, তাতে তিনি কেকেআর টিমের প্রাণভোমরা হয়ে উঠেছেন। এ বার দেশের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে আইপিএল (IPL) শুরু হওয়ার আগে রিঙ্কুকে প্রশংসায় ভরিয়েছেন। কেকেআর টিমে তিনি কেন স্পেশাল উল্লেখ করেছেন জাম্বো।
জিও সিনেমাতে ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে বলেছেন, রিঙ্কু সিং একজন বিশেষ ক্রিকেটার। কেকেআরের কাণ্ডারি। জাম্বোর কথায়, ‘রিঙ্কু সিং এমন একজন ক্রিকেটার, যে এ বারের আইপিএলে সত্যিই স্পেশাল হতে চলেছে। কেকেআর এবং ভারতের হয়ে ও যে সুযোগগুলো পেয়েছে, তাতে ছয় বা সাতে নেমে দলের জন্য যা করেছে এবং দলকে যেভাবে জিতিয়েছে তা যথেষ্ট প্রশংসার। সেটাই আমার কাছে বিশেষ।’
🗣Anil Kumble on JioCinema: “Rinku Singh is someone who is going to be really special this IPL.” pic.twitter.com/dCZu4zKYg4
— KnightRidersXtra (@KRxtra) March 16, 2024
২০২৩ সালের আইপিএলে কেকেআরের হয়ে একের পর এক ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছিলেন রিঙ্কু সিং। ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছিলেন। তাঁর গড় ছিল ৫৯.২৫। এবং স্ট্রাইকরেট ১৪৯.৫৩। এই পারফরম্যান্সের সুবাদে রিঙ্কু জাতীয় দলে টি-২০ টিমেও সুযোগ পেয়ে যান। রিঙ্কুর অনুরাগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার রিঙ্কুর মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেখতে পেয়েছেন। এ বারের আইপিএলে যে কারণে রিঙ্কুর ব্যাটে ম্যাজিক দেখার অপেক্ষা ক্রিকেট প্রেমীদের মনে দিন দিন বাড়ছে।