Ranji Trophy: ২৫ রানে ৬ উইকেট, IPL নিলামে এ কোন হিরে কিনেছে প্রীতির পঞ্জাব?

Jan 19, 2024 | 4:07 PM

Tanay Thyagarajan, IPL: আইপিএল শুরু হতে এখনও হাতে সময় রয়েছে। এখন ১০ ফ্র্যাঞ্চাইজির নজর রয়েছে ঘরোয়া ক্রিকেটে। এই পরিস্থিতিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস শিবিরেও খুশির হাওয়া। কারণ একটাই, কম টাকায় তনয় ত্যাগরাজনের মতো মিস্ট্রি স্পিনারকে নিয়ে পঞ্জাবের বোলিং বিভাগ শক্তিশালী হয়েছে।

Ranji Trophy: ২৫ রানে ৬ উইকেট, IPL নিলামে এ কোন হিরে কিনেছে প্রীতির পঞ্জাব?
২৫ রানে ৬ উইকেট, IPL নিলামে এ কোন হিরে কিনেছে প্রীতির পঞ্জাব?

Follow Us

কলকাতা: আইপিএলে (IPL) এ বার প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে (Punjab Kings) দেখা যাবে ধামাকা। দুবাইতে হওয়া আইপিএল নিলামে হিরে তুলে নিয়েছে পঞ্জাব কিংস। আইপিএল শুরু হওয়ার আগে তনয় ত্যাগরাজন (Tanay Thyagarajan), নামটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। তনয়ের দাপট দেখা যাচ্ছে হায়দরাবাদের জার্সিতে চলতি রঞ্জি ট্রফিতে। ২০১৮ সাল থেকে রঞ্জি ট্রফিতে খেলছেন তনয়। বেঙ্গালুরুর ছেলে বাঁ-হাতি ব্যাটার ও বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। এই অলরাউন্ডারকে আগামী আইপিএলের জন্য নিলাম থেকে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে কিনেছিল পঞ্জাব কিংস। আইপিএলের আগে তিনি যে ছন্দে রয়েছেন, তাতে প্রীতির দল খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

রঞ্জি ট্রফির চলতি মরসুমে উজ্জ্বল তনয় ত্যাগরাজন

এখনও অবধি এ বারের রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের হয়ে ৩টি ম্যাচে ৫টি ইনিংসে ১৯টি উইকেট নিয়েছেন তনয় ত্যাগরাজন। তার মধ্যে সিকিমের বিরুদ্ধে চলতি ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। সিকিমের ব্যাটাররা হায়দরাবাদের এই বোলারের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। তিলক ভার্মার নেতৃত্বে হায়দরাবাদের এই বোলার চলতি মরসুমে অনবদ্য ছন্দে রয়েছেন। সিকিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬টি উইকেট নেওয়ার আগে নাগাল্যান্ডের বিরুদ্ধে তিনি এক ইনিংসে ফাইফার নিয়েছিলেন। এবং দ্বিতীয় ইনিংসে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছিলেন। তার পরের ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৫ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছিলেন।

আইপিএল শুরু হতে এখনও হাতে সময় রয়েছে। এখন ১০ ফ্র্যাঞ্চাইজির নজর রয়েছে ঘরোয়া ক্রিকেটে। এই পরিস্থিতিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস শিবিরেও খুশির হাওয়া। কারণ একটাই, কম টাকায় তনয় ত্যাগরাজনের মতো মিস্ট্রি স্পিনারকে নিয়ে পঞ্জাবের বোলিং বিভাগ শক্তিশালী হয়েছে। তনয়কে আইপিএল নিলামে কেনার সময় পঞ্জাব শিবির হয়তো বুঝতে পারেনি, তাঁরা হিরের খোঁজ পেয়েছে।

Next Article