Shoaib Akhtar: হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন শোয়েব আখতার! একি হাল গতির তারকার?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 09, 2022 | 10:10 AM

'ভীষণ কষ্টের মধ্যে রয়েছি, আপনারা প্রার্থনা করুন'। ভিডিওতে অসহায় শোনালো শোয়েব আখতারের গলা।

Shoaib Akhtar: হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন শোয়েব আখতার! একি হাল গতির তারকার?
অসুস্থ শোয়েব
Image Credit source: Instagram

Follow Us

মেলবোর্ন: “খুব কষ্টের মধ্যে আছি। ভীষণ কষ্ট। আমার জন্য আপনারা প্রার্থনা করুন।” হাসপাতালের বেডে আধশোয়া অবস্থায় প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar) কাতর অনুরোধের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখে আঁতকে উঠেছেন শোয়েব ভক্তরা। গতির তারকার একি হাল! কোনও কঠিন অসুখে ভুগছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস? ব্যাপারটা ভিডিওতে খোলসা করেছেন শোয়েব নিজেই। তাঁর দুটো হাঁটুতেই অস্ত্রোপচার (Knees Surgery) করতে হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে হয়েছে এই সার্জারি। বর্তমানে পুরোপুরি শয্যাশায়ী তিনি। ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন। শারীরিক যন্ত্রণার পাশাপাশি ভিডিওতে শোয়েবের মানসিক কষ্টও ফুটে উঠল। প্রার্থনা করেছেন যাতে ভবিষ্যতে আর তাঁকে এমন সার্জারির মধ্য দিয়ে না যেতে হয়।

একসময় তাঁর গতি কাঁপুনি ধরিয়ে দিত বিপক্ষের ব্যাটারদের। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দ্রুত গতির বোলার। সেই শোয়েব আখতার এখন দুই হাঁটুর যন্ত্রণায় কাবু। সম্প্রতি মেলবোর্নে তাঁর দুটি হাঁটুতেই অস্ত্রোপচার হয়। তারপরই ইনস্টাগ্রামে অনুরাগীদের কাছে দোয়া, প্রার্থনা চেয়ে ভিডিও দেন শোয়েব। তাঁকে বলতে শোনা যায়, “সার্জারি সম্পূর্ণ হয়ে গিয়েছে। দুই হাঁটুতে ৫-৬ ঘণ্টা ধরে চলেছে অস্ত্রোপচার। ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছি। আপনাদের প্রার্থনার খুব প্রয়োজন। আশা করব এটাই আমার শেষ সার্জারি। সত্যিই ভীষণ কষ্টের মধ্যে রয়েছি। অবসর নেওয়ার ১১ বছর পরও নরক যন্ত্রণা ভোগ করছি।” প্রাক্তন পাক পেসারের এর আগে পাঁচবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। এটা ষষ্ঠবার!

ঝরে পড়ল আক্ষেপ

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শোয়েব আখতার। যা নিয়ে হাসপাতালের বেডে শয্যাশায়ী শোয়েবের গলায় ঝরে পড়ল আক্ষেপ। জানালেন সময়ের ৫-৬ বছর আগেই অবসর নিতে বাধ্য হয়েছেন। নয়তো সারাজীবন হুইলচেয়ারকে সঙ্গী করে নিয়ে বেড়াতে হত। শোয়েবের কথায়, “আমি আরও ৪-৫ বছর খেলতে পারতাম। তেমনটা হলে হুইলচেয়ারে এসে পড়তাম। শরীরের চিন্তায় ক্রিকেট ছেড়ে দিয়েছিলাম। আমি শুধু পাকিস্তানের হয়ে খেলতে চেয়েছি। সবথেকে দ্রুত গতিতে বল করার কথা ভাবতাম। তার ফল এটা। এতকিছু করেছি পাকিস্তানের জন্য। যদি আবার কখনও সুযোগ হয়, ফের খেলব।”

২০১১ সালে অবসরের পর ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা গিয়েছে শোয়েবকে। নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ভিডিও পোস্ট করেন তিনি। প্রায়শই ভাইরাল হয় তাঁর ভিডিও। কেরিয়ারে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ান ডে এবং ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন শোয়েব।

Next Article