সিডনি: ডিপ স্কোয়্যার লেগ থেকে ছুটে এক থ্রোয়ে সরাসরি রান আউট করেছেন স্টিভ স্মিথকে। যে রান আউট এখন ক্রিকেটমহলের চর্চায়। এই মুহূর্তে কেন যে তাঁকে বিশ্বের সেরা ফিল্ডার বলা হয়, আরও একবার প্রমাণ করলেন রবীন্দ্র জাডেজা।
ভারতের বাঁ হাতি অলরাউন্ডার নিজেও এই রান আউটকে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা বলছেন। জাডেজা তৃপ্তি নিয়েও বলেছেন, ‘ফিল্ডার হিসেবে এটা আমার অন্যতম সেরা। যখনই সময় পাব, ওটা দেখব। তিরিশ গজের সার্কেলের বাইরে থেকে এক থ্রোয়ে উইকেট ভেঙে দেওয়া সবাইকে তৃপ্তি দেয়।’
Ravindra Jadeja You’re amazing. What an incredible Run out. Steve Smith out with a Outstanding Throw run out by Jadeja. #AUSvINDtest #AUSvIND #AUSvsINDpic.twitter.com/CzDCjUz1bl
— ?Cricket Videos? (@cricket_videos_) January 8, 2021
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে টিমে জায়গা পেয়েছেন জাডেজা। ব্যাট ও বল হাতে যথেষ্ট অবদান রেখেছিলেন তিনি। তৃতীয় টেস্টেও নিজের ভূমিকায় সফল। মারমুখী স্মিথকে ১৩১ রানে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪টে উইকেট। ঝুলিতে রয়েছে মার্নাস লাবুসেন, ম্যাথু ওয়েডদের উইকেট। স্মিথের দুর্দান্ত রান আউট ধরলে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন:অস্ট্রেলিয়াকে চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি চাইল ভারত
জাডেজা কিন্তু রান আউটেই মজে আছেন। ‘তিন বা চার উইকেট পেলে যে কোনও বোলারেরই ভালো লাগে। কিন্তু ওই রকম একটা রান আউট অন্যরকম তৃপ্তি দেয়। স্মিথের ওই রান আউটটা চিরকাল থেকে যাবে আমার সঙ্গে।’