অশ্বিনের বিরুদ্ধে পরিকল্পনা সফল: স্মিথ

sushovan mukherjee |

Jan 08, 2021 | 4:51 PM

লোকে বলতে শুরু করেছিল, আমি ফর্মে নেই। তাদের কথা ধরলে আমি ফিরে এলাম। ভুললে চলবে না, সপ্তাহ তিনেক আগেই আমি সিডনিতে পর পর দুটো সেঞ্চুরি করেছি।'

অশ্বিনের বিরুদ্ধে পরিকল্পনা সফল: স্মিথ
শতরান করে ফর্মে ফিরলেন স্মিথ। ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)

Follow Us

সিডনি: অশ্বিন-কাঁটা কী ভাবে সামলান, দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেটমহল। যাঁর স্পিনের ছোবলে আগের দুটো টেস্টে রানই পাননি স্টিভ স্মিথ (Steave Smith)। সিডনিতে দুরন্ত ১৩১-এর মধ্যে রয়েছে নিখুঁত পরিকল্পনা (plan)। সেটা কী? অশ্বিনের (Ashwin) বিরুদ্ধে ফুটওয়ার্কটাই বদলে ফেলেছেন স্মিথ।

ম্যাচের পর স্মিথ বলেওছেন, ‘এই টেস্টে ব্যাট করতে নামার সময় ঠিক করে নিয়েছিলাম, যতটা সম্ভব পজিটিভ থাকব। শুরুতে যে কারণে ওর মাথার উপর দিয়ে শট মারার চেষ্টা করেছিলাম। যাতে ও চাপে থাকে। সেই চাপের পড়েই যেন আমি যে ধরণের বল খেলতে চাইছি, তাই করতে থাকে। আমি নিজের পরিকল্পনা খুব সফল ভাবে কার্যকর করেছি।’

 

 

সহজাত আগ্রাসনকেই ইনিংসের প্রথম থেকে তুলে ধরার চেষ্টা করেছিলেন স্মিথ। তাঁর কথায়, ‘শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছি। তবে আমি টেকনিকে কোনও বদল আনিনি। যেটা করেছিলাম, স্পিনারদের ক্ষেত্রে ফুটওয়ার্কের গতি বাড়িয়েছিলাম। যাতে চাপ বাড়ানো যায় বোলারদের উপর, একই সঙ্গে আমি চাপে পড়লেও যেন দিশাহারা না হয়ে পড়ি।’

আরও পড়ুন – স্মিথের রান আউট থেকে যাবে চিরকাল, বলছেন জাডেজা

প্রথম দুটো টেস্টের পর অনেকেই বলতে শুরু করেছিল স্মিথ ফর্মে নেই। যার ফল ভুগতে হচ্ছিল টিমকেও। স্মিথ অবশ্য মানছেন না। ‘এ নিয়ে আমি অনেক কিছু পড়েছি। লোকে বলতে শুরু করেছিল, আমি ফর্মে নেই। তাদের কথা ধরলে আমি সেঞ্চুরি করে ফিরে এলাম। কিন্তু এটাও তো ভুলে গেলে চলবে না, সপ্তাহ তিনেক আগেই আমি এসসিজিতে পর পর দুটো সেঞ্চুরি করেছি।’

Next Article