কলকাতা: গৌতম গম্ভীর এবং নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির বিতর্ক নিয়ে এখনও তোলপাড় ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2023)। লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পর একানা স্টেডিয়ামে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। কোহলি ও গম্ভীরের মধ্যে প্রবল তর্কাতর্কি ও প্রায় হাতাহাতি বেঁধে গিয়েছিল। ঘটনার পর বিরাট কোহলি (Virat Kohli), গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং নবীন উল হক (Naveen-Ul-Haq)– তিনজনকেই জরিমানা করে বিসিসিআই। ১০০ শতাংশ জরিমানা হয়েছে বিরাট ও গম্ভীরের। নবীনের জরিমানার ৫০ শতাংশ। বিরাটকে ১.০৭ কোটি টাকার বড় অঙ্কের জরিমানা করেছে বিসিসিআই। বোর্ডের এই শাস্তি মেনে নিতে পারছেন না বিরাট। কোহলির দাবি, এখানে তাঁর কোনও দোষ নেই। কোটি টাকার জরিমানা হওয়ার মতো গম্ভীর বা নবীনকে কিছুই বললেননি তিনি। তাহলে ‘লঘু পাপে গুরু দণ্ড’ কেন? এই মর্মে বোর্ড অফিশিয়ালদের কাছে বিরাট কোহলির তরফে বার্তা গিয়েছে। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আরসিবির তারকা বিসিসিআই অফিশিয়ালদের মেসেজ পাঠিয়ে সেদিনের গোটা ঘটনাটির বর্ণনা করেছেন। তাঁর দাবি, আরসিবি পেসার মহম্মদ সিরাজ বাউন্সারে নবীন উল হককে বিরক্ত করে তুলেছিলেন। কোহলি বলেন, তিনি নির্দিষ্টভাবে নবীনের জন্য সিরাজকে এমনটা করতে বললেনি। তিনি শুধু বাউন্সার দিতে বলেছিলেন। ম্যাচের পর নবীন ও বিরাট হাত মেলাতে গিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপর লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলের কাছে গিয়ে নালিশ করেন বিরাট কোহলি। যদিও ক্যাপ্টেনের কথায় বিরাটের কাছে ক্ষমা চাইতে চাননি নবীন। হাত নেড়ে চলে যেতে দেখা যায় তাঁকে।
বোর্ডকে পাঠানো বার্তায় কোহলি দাবি, কিছু না করেও তাঁকে জরিমানার মুখে পড়তে হয়েছে। এতে ভীষণ অসন্তুষ্ট তিনি। যদিও ১.০৭ কোটি টাকার এক পয়সাও বিরাটের অ্যাকাউন্ট থেকে কাটা যাবে না। আরসিবির পলিসি অনুযায়ী পুরো টাকাটাই দেবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি।