Suryakumar Yadav : সেঞ্চুরির রহস্য কী? ধ্বংসলীলা চালানোর পর ফাঁস করলেন সূর্যকুমার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 13, 2023 | 12:49 PM

Suryakumar Yadav in IPL 2023 : গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১০৩ রানের বিধ্বংসী ইনিংসের পথে সূর্যকুমার যাদবের ব্যাটে এসেছে ৬টি ছক্কা ও ১১টি চার। আইপিএল কেরিয়ারের প্রথম শতরান করার দিন ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন স্কাই।

Suryakumar Yadav : সেঞ্চুরির রহস্য কী? ধ্বংসলীলা চালানোর পর ফাঁস করলেন সূর্যকুমার
সেঞ্চুরির রহস্য কী? ধ্বংসলীলা চালানোর পর ফাঁস করলেন সূর্যকুমার
Image Credit source: IPL Website

Follow Us

মুম্বই : ‘স্কাই ইজ দ্য লিমিট!’ এই ইংরেজি প্রবাদটি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) তারকা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিংয়ের সঙ্গে বেশ মানানসই। ২২ গজে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ থাকলে প্রতিপক্ষ বোলাররা মারাত্মক পিটুনি খান। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যের প্রখর তেজে ছারখার হয়ে গিয়েছে গুজরাট টাইটান্স। ঘরের মাঠে চলতি আইপিএলের (IPL 2023) টেবল টপার হার্দিক পান্ডিয়াদের ২৭ রানে হারিয়েছে মুম্বই। শুক্রবার রাতের আকাশে সূর্যোদয় হয়েছে। মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটে ধ্বংসলীলা দেখেছে ক্রিকেটপ্রেমীরা। মুম্বইয়ের ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন সূর্যকুমার যাদব। আইপিএল কেরিয়ারে এটিই সূর্যর প্রথম শতরান। এই শতরান গড়ার পথে সূর্যর ব্যাটে একাধিক চোখধাঁধানো শট দেখা গিয়েছে। ম্যাচের শেষে স্কাই জানিয়েছেন নিজের সেঞ্চুরির রহস্য কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শতরান করে দলকে জিতিয়ে ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর স্কাই বলেন, ‘এটা বলা যেতেই পারে যে এটা আমার সেরা টি-২০ ইনিংসের একটি। তবে আমি যখনই রান করি, আমার দলকে জেতাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা প্রথমে ব্যাটিং করেছি এবং নিজেরা ঠিক করেছিলাম যেভাবে আমরা যখন ২০০-২২০ রান তাড়া করি তখন ব্যাটিং করি, ঠিক তেমনভাবেই আমরা ব্যাটিং করব। তা হলে সব অন্যরকম হবে। আর শেষ ওভার অবধি ওই মানসিকতা নিয়ে ব্যাট করতে পারায় আমি খুশি।’

তিনি আরও বলেন, ‘মাঠে প্রচুর শিশির ছিল এবং ৭-৮ ওভারের পর থেকেই শিশিরের প্রভাব দেখা যায়। আমি জানতাম কোন শট খেলতে হবে। আমি সোজা আঘাত করার কথা ভাবছিলাম না। আমার মাথায় দুটো শট ছিল – একটি ওভার ফাইন লেগ এবং একটি ওভার থার্ড ম্যান। খেলার আগে প্রচুর অনুশীলন করতে হয়। তাই যখন ম্যাচ খেলতে নামি আমি খুব পরিষ্কার থাকি যে কীভাবে খেলব। আশা করছি পরের ম্যাচগুলিতেও ভালো খেলব। নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য থাকবে। তাতে সফল করতে পারলেই ভালো।’

চলতি আইপিএলের শুরুর দিকেই সূর্যকুমারের ফর্ম নিয়ে ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছিল। কথায় নয়, নিজের ব্যাটে সেই সমালোচনার জবাব দিয়েছেন সূর্য। প্রসঙ্গত, টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বই ৫ উইকেট হারিয়ে তোলে ২১৮ রান। জবাবে রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানের বেশি তুলতে পারেনি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। ফলে ২৭ রানে হারে গুজরাট।

Next Article