Virat Kohli : ক্যাপ্টেন হিসেবে ভুল সিদ্ধান্তে ভরা তাঁর কেরিয়ার, খোলাখুলি স্বীকার বিরাটের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 14, 2023 | 5:26 PM

প্রাক্তন আরসিবি অধিনায়ক মেনে নিয়েছেন, ক্যাপ্টেন হিসেবে তিনি অতীতে প্রচুর ভুল করেছেন। অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সেই সমস্ত ভুলের কারণে ব্যর্থতা এসেছে।

Virat Kohli : ক্যাপ্টেন হিসেবে ভুল সিদ্ধান্তে ভরা তাঁর কেরিয়ার, খোলাখুলি স্বীকার বিরাটের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মরণ বাঁচন ম্যাচ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ জিতলে তবেই প্লে অফের ওঠার আশা বেঁচে থাকবে আরসিবির। নাহলে বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলির অবদান মাত্র ১৯ বলে ১৮ রান। চলতি আইপিএলে (IPL 2023) আরসিবির ভবিষ্যৎ আজই নিশ্চিত হয়ে যাবে। বহুদিন যাবৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) নেতৃত্ব দিয়েছেন বিরাট। কিন্তু আইপিএল ট্রফি আসেনি। গত দুটি মরসুম ধরে শুধুমাত্র ব্যাটার হিসেবে আইপিএলে খেলছেন বিরাট (Virat Kohli)। প্রাক্তন আরসিবি অধিনায়ক মেনে নিয়েছেন, ক্যাপ্টেন হিসেবে তিনি অতীতে প্রচুর ভুল করেছেন। অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সেই সমস্ত ভুলের কারণে ব্যর্থতা এসেছে। এখন আর আইপিএল বা জাতীয় দলের ক্যাপ্টেন নন তিনি। তাই ভুলগুলো মেনে নিতে কোনও লজ্জা নেই বিরাটের। বরং অতীতের ভুলগুলিকে মাথা পেতে নিচ্ছেন তিনি। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

পুমার ডকুমেন্টারি সিরিজে ‘Let There Be Sport’ বিরাট কোহলি অকপটে তাঁর ভুলগুলো স্বীকার করেছেন। একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে, ভুল করলেও তাঁর নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের পিছনে কোনওরকম উদ্দেশ্য ছিল না। নিজের স্বার্থ ছিল না। তিনি বলেছেন, “অধিনায়ক থাকাকালীন আমি যে ভুল করেছি এটা মেনে নিতে কোনও অসুবিধে নেই। তবে একটা বিষয় বলতে পারি, নিজের স্বার্থসিদ্ধির জন্য কিছু করিনি। একটাই উদ্দেশ্য ছিল, দলকে এগিয়ে নিয়ে যাওয়া। নিজের জন্য কিছুই করিনি। আমার নেওয়া সিদ্ধান্ত ঠিক ছিল নাকি ভুল তা এখন অকপটে স্বীকার করতে পারি। ব্যর্থতা এসেছে ঠিকই তবে উদ্দেশ্য খারাপ ছিল না। ভুল হবে বলে পিছিয়ে যাওয়া ঠিক নয়।”

প্রায় একদশক ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালে নেতৃত্ব ছাড়েন কোহলি। জাতীয় দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। যদিও এ বারের আইপিএলে ফাফ ডুপ্লেসির চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট।

Next Article