মুম্বই: ভারতীয় টেস্ট (Test) টিমে কি আবার ফিরতে পারবেন তিনি? সেই দাবি কিন্তু আবার তুলে দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জিতে (Ranji Trophy) ডাবল সেঞ্চুরির পর রাহানে বলে দিয়েছেন, ভারতীয় টিমে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন তিনি। নিজের সঙ্গেই লড়াই করছেন রাহানে। আগামীকাল, শুক্রবার ২৩ ডিসেম্বর আইপিএল-২০২৩ এর মিনি নিলাম। তার আগে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জিতে রাহানে দুরন্ত পারফর্ম করে জানিয়ে দিলেন, তাঁকে দলে নেওয়ার জন্য যে কোনও ফ্র্যাঞ্চাইজি পরিকল্পনা সাজাতে পারে। নিজামের শহরের দলের বিরুদ্ধে রঞ্জিতে দ্বিশতরান করে আর কী কী বললেন রাহানে, তুলে ধরল TV9Bangla।
হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে দ্বিতীয় দিনের খেলার শেষে রাহানে বলেন, “আমি এখানে কাউকে কোনও কিছু প্রমাণ করার জন্য আসিনি। অবশ্যই রান করাটাই আমার উদ্দেশ্য এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখাটাই আমার কাজ। একটা জিনিসই নিশ্চিত করতে পারি আমি কখনও হাল ছাড়ব না। আমি এখনও ভারতীয় দলে কামব্যাক করার স্বপ্ন দেখি।”
তিনি আরও বলেন, “আমি মুম্বইয়ের হয়ে ভালো খেলতে চাই। আমি মুম্বইকে প্রতিটা ম্য়াচে জিততে সাহায্য করতে চাই। আমার পুরো ফোকাস এখন সেখানেই।” রাহানে আরও বলেন, “আমার মনে হয়, আমার লড়াইটা আমার নিজের সঙ্গেই। আমি কোনও কিছুর পিছনে দৌড়াতে চাই না। নিজের খেলাটা চালিয়ে যেতে চাই। আর এটা আমার পরিশ্রমেরই ফল।”
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার দেশের জার্সিতে টেস্টে খেলেছিলেন রাহানে। তার পর জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। রাহানের সঙ্গে চেতেশ্বর পূজারাও সেই সময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। পূজারা যদিও তার পর ভারতীয় দলে ফিরেছেন। তবে রাহানের শিকে ছেড়েনি। এ বার দেখার জাতীয় দলে জিঙ্কসের কামব্যাক হয় কখন। প্রসঙ্গত, হায়দরাবাদের বিরুদ্ধে ২৬১ বলে ২০৪ রান করেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে চতুর্থ বার ডাবল সেঞ্চুরি করলেন রাহানে।