IND vs AUS: রোহিতকে দেখে সুইপ শেখার বার্তা প্রাক্তন অজি অধিনায়কের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 26, 2023 | 10:46 PM

Rohit Sharma: রোহিত শর্মার ব্যাটিং টেকনিক সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন ইয়ান চ্যাপেল। তিনি বলেন, "ভারতীয় পিচে ভালো প্রদর্শন করার জন্য প্রয়োজন মাঠে নেমে প্রথম দশ মিনিট টিকে থাকা। পিচকে বুঝতে এই সময় খুব প্রয়োজন। সিরিজের প্রথম দুটি ম্যাচে এমন অধ্যবসায়ের পরিচয় দিয়েছে রোহিত। ওকে দেখে বাকিদের শেখা উচিত।'

IND vs AUS: রোহিতকে দেখে সুইপ শেখার বার্তা প্রাক্তন অজি অধিনায়কের
Image Credit source: twitter

Follow Us

ইন্দোর: স্পিনের মোকাবিলা করা মানেই কি সুইপ খেলা? অজি ব্য়াটসম্য়ানদের কাছে যেন তাই! বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই টেস্টে চরম ব্যর্থ অস্ট্রেলিয়া। স্পিন বোলিং খেলার প্রধান অস্ত্র হিসেবে সুইপ শটকে বেছে নিয়েছেন কামিন্সের সতীর্থরা। কিন্তু দুই টেস্টেই এই রণকৌশল ব্যর্থ প্রমাণ হয়েছে অজিদের জন্য। ক্রিজে নেমেই সুইপ, রিভার্স সুইপের চেষ্টায় উইকেট খোয়াতে হয়েছে। তীব্রভাবে সমালোচিত তারা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও প্রবল সমালোচনা করেছেন এই পরিকল্পনার। এ বার সেই তালিকায় যুক্ত হল আর এক অজি প্রাক্তনীর নাম। একান্তই যদি সুইপ খেলতে হয়, তার জন্য়ও যে কেমন প্রস্তুতি প্রয়োজন, সেই রাস্তাও দেখিয়ে দিলেন। বিস্তারিত TV9Bangla-য়।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান চ্যাপেল জানান, ভারতের মাটিতে সবসময় সুইপ শট কাজে দেয় না। তাঁর মতে এইরকম পিচে ভালো ব্যাট করতে হলে ব্যাটারের ভালো ফুটওয়ার্ক থাকা দরকার। এ ক্ষেত্রে ভারত অধিনায়ক রোহিত শর্মার উদাহরণ দেন তিনি। রোহিতের সুইপ শট খেলার পদ্ধতি দেখে শেখার উপদেশও দিয়েছেন অজি ব্য়াটারদের। ভারতে আসার আগে কেবলমাত্র সিডনির মাটিতে অনুশীলন করেছিল কামিন্স বাহিনী। ভারতের মাটিতে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচও খেলেনি তাঁরা। বেঙ্গালুরুর অদূরে আলুরে একটি প্রস্তুতি শিবির করেছিল অস্ট্রেলিয়া। সেখানে পিচে ক্ষত তৈরি করে স্পিনের জন্য় বিশেষ প্রস্তুতিও সারে। কিন্তু প্রস্তুতি যে ঠিকঠাক হয়নি, গত দুই টেস্টে পারফরম্য়ান্সই তার উদাহরণ।

রোহিত শর্মার ব্যাটিং টেকনিক সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন ইয়ান চ্যাপেল। তিনি বলেন, “ভারতীয় পিচে ভালো প্রদর্শন করার জন্য প্রয়োজন মাঠে নেমে প্রথম দশ মিনিট টিকে থাকা। পিচকে বুঝতে এই সময় খুব প্রয়োজন। সিরিজের প্রথম দুটি ম্যাচে এমন অধ্যবসায়ের পরিচয় দিয়েছে রোহিত। ওকে দেখে বাকিদের শেখা উচিত।’

Next Article