Virat-Rohit: র্যাঙ্কিংয়ে সাময়িক প্রাক্তন রো-কো! কারণ জানাল আইসিসি
ICC ODI Ranking: বিরাট-রোহিত কি ওয়ান ডে আন্তর্জাতিকেও প্রাক্তন হয়ে গেলেন? এ দিন নতুন ওয়ান ডে ক্রমতালিকা প্রকাশ করে আইসিসি। শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমন গিল। কিন্তু গত সপ্তাহেই আইসিসি ওডিআই ক্রমতালিকায় দুইয়ে উঠে আসা রোহিত শর্মা কোথায় গেলেন!

রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন! ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা বিরাট-রোহিতরা অবশ্য এমন কিছু জানাননি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ওয়ান ডে ক্রমতালিকা প্রকাশ হতেই এই প্রশ্ন উঠতে শুরু করে। বিরাট-রোহিত কি ওয়ান ডে আন্তর্জাতিকেও প্রাক্তন হয়ে গেলেন? এ দিন নতুন ওয়ান ডে ক্রমতালিকা প্রকাশ করে আইসিসি। শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমন গিল। কিন্তু গত সপ্তাহেই আইসিসি ওডিআই ক্রমতালিকায় দুইয়ে উঠে আসা রোহিত শর্মা কোথায় গেলেন! পরে অবশ্য ‘ভুল শুধরে’ দেয় আইসিসি।
আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে রোহিত-বিরাটের নাম উধাও হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। শীর্ষে থাকা শুভমন গিলের পর দেখা যায় বাবর আজমের নাম। একের পর তিন! তালিকায় ছিল না বিরাট কোহলির নামও। বেশ কয়েক ঘণ্টা পর নতুন তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তাতে অবশ্য শুভমন গিলের পরই জ্বলজ্বল করছে রোহিত শর্মার নাম। তালিকায় রয়েছেন বিরাট কোহলিও।
ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই অবশ্য দেশের জার্সিতে আগে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন। তবে ওয়ান ডে ক্রিকেটে এখনও তাঁরা খেলছেন। অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেও খেলার কথা রোহিত-বিরাটের। ইতিমধ্যেই প্র্যাক্টিসও শুরু করে দিয়েছেন দুই কিংবদন্তি। ক্রমতালিকায় এই দু-জনের নাম উধাও নিয়ে উইজডেনকে এক সাক্ষাৎকারে আইসিসির তরফে জানানো হয়, টেকনিক্যাল সমস্যার কারণেই রোহিত-বিরাটের নাম ছিল না। সেটি দ্রুতই মিটিয়ে নেওয়া হয় বলেও জানায় আইসিসি।
