দুবাই: তেইশের বিশ্বকাপ (ICC World Cup 2023) কার? উত্তর মিলবে ১৯ নভেম্বর। তার আগে রয়েছে জোড়া সেমিফাইনাল। আগামিকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল। মুখোমুখি রোহিত শর্মার ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। বুধ-রাতেই পাওয়া যাবে এ বারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট। দ্বিতীয় সেমিফাইনাল হবে বৃহস্পতিবার। কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ওই ম্যাচে পাওয়া যাবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট। নকআউটের জন্য তৈরি চার দল। কিন্তু যদি দুটি সেমিফাইনালে এবং ফাইনালে বিঘ্ন ঘটায় বৃষ্টি? সেক্ষেত্রে কী হবে? আইসিসি (ICC) যা জানাল, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের জোড়া সেমিফাইনাল এবং ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
আইসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকছে। যদি আবহাওয়ার কারণে সূচি নির্ধারিত দিনে খেলা শেষ করা না যায়, সেক্ষেত্রে রিজার্ভ ডে ব্যবহার করা যেতে পারে। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ রিজার্ভ ডে-তে গড়িয়েছিল। আর সেই ম্যাচটিতে ভারত হেরেছিল।
কখন রিজার্ভ ডে ব্যবহার করা হয়?
রিজার্ভ ডে-তে খেলা গড়ানোর আগে আম্পায়াররা চেষ্টা করবেন, দুই দলকে ন্যূনতম ২০ ওভার করে ম্যাচ খেলানোর। এবং ম্যাচটি নির্ধারিত দিনে শেষ করতে। তা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে রিজার্ভ ডে’তে গড়ায় খেলা।
কীভাবে একটি ক্রিকেট ম্যাচে রিজার্ভ ডে ব্যবহার করা হয়?
বৃষ্টিতে কখন ম্যাচ বন্ধ হচ্ছে, তার উপর নির্ভর করে ঠিক দু’টি পরিস্থিতি তৈরি হয়। আইসিসি প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ২টি উদাহরণ তুলে ধরা হল।
উদাহরণ ১ — ৫০ ওভারের ম্যাচে যদি ১৯তম ওভারের আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তা রিজার্ভ ডেতে গড়ায়। আবার যদি বৃষ্টিতে ওভার কমিয়ে ৪৬ করা হয়, এবং যখন খেলা শুরু হতে চলেছে, ঠিক তখন আবার বৃষ্টি ফিরে আসার কারণে ফের খেলা বন্ধ করে দিতে হয়, তখন ম্যাচটি রিজার্ভ ডে-তে গড়ায়। সেক্ষেত্রে নতুন দিনে ৫০ ওভারের লক্ষ্য নিয়েই খেলা শুরু হয়।
উদাহরণ ২ — ৫০ ওভারের ম্যাচে যদি ১৯তম ওভারের আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় এবং ৪ ওভার যদি কাটা যায়, সেক্ষেত্রে দুই দলের লক্ষ্য হয় ৪৬ ওভার করে। এর পর খেলা শুরু হওয়ার সময় যদি বৃষ্টি ফিরে আসে, তা হলে রিজার্ভ ডেতে ৪৬ ওভারেরই ম্যাচ হবে।