নয়াদিল্লি: আশা ছিল ভারতের বিরুদ্ধে ৭-০-এর রেকর্ডটা এ বার বদলাবে। পাকিস্তানের সেই স্বপ্ন থেকে গেল অধরাই। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে লজ্জার হার হয়েছে পাকিস্তানের। এই হার যেন কিছুতেই হজম করে উঠতে পারছে না পাকিস্তান শিবির। নানা অজুহাতে বিসিসিআইকে বিঁধতে ছাড়ছেন না প্রাক্তন পাক প্লেয়াররা। ভারত-পাকিস্তান ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থার প্রশ্ন তোলেন, বিশ্বকাপ আইসিসির, নাকি বিসিসিআইয়ের টুর্নামেন্ট। আমেদাবাদের হাইভোল্টেজ ম্যাচে গ্যালারি থেকে কোনও রকম সমর্থন পাননি বাবর আজমরা। ভারতীয় টিমের সমর্থনেই বেজেছে গান। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন আর্থার। এ বার পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টরের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিল ভারতীয় বোর্ড। এই বিষয়ে কী বলছে আইসিসি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
মোতেরায় ভারতের বিরুদ্ধে বড় ব্য়বধানে হারার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য় করেন বাবরদের দলের কোচ মিকি আর্থার। তাঁর মতে, ভারত-পাক ম্যাচে সারাক্ষণ টিম ইন্ডিয়াতেই উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। কোনও রকম সমর্থন পায়নি তাঁর দল। এখানেই শেষ নয়, আর্থারের আরও অভিযোগ, ম্যাচে ‘দিল দিল পাকিস্তান’ গানও বাজানো হয়নি। ভারতের বদলে বিশ্বকাপ অন্য কোথাও হলে এমন হত কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ভারত-পাক ম্য়াচ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আর্থার। এই বিষয়ে আইসিসি কোনও রকম পদক্ষেপ করে কি না তা দেখার আশায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। অবশেষে আইসিসির তরফে প্রতিক্রিয়া মিলেছে। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, “আইসিসি নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে। কী ভাবে আরও ভালো একটা বিশ্বকাপ আয়োজন করা যায় ও ব্যবস্থাপনায় কী-কী বদল আনা দরকার, সে দিকেও নজর দেওয়া হবে।”
যে কোনও টুর্নামেন্ট নিয়েই যে কিছু না কিছু সমালোচনা হয়, তাও মেনে নিচ্ছেন বার্কলে। তাঁর কথায়, “আমাদের সব ইভেন্ট নিয়েই কোনও না কোনও মহলে সমালোচনা হয়েই থাকে। এ বারের ইভেন্ট বেশিদিন হয়নি শুরু হয়েছে। পুরো টুর্নামেন্টটা কেমন এগোয় দেখা যাক। তারপর সবটা খতিয়ে দেখে কী-কী পরিবর্তন আনা দরকার ভেবে দেখব।”