ICC Best XI: ওয়ান ডে, টেস্টেও বর্ষসেরা একাদশ ঘোষণা আইসিসির, ভারতের কারা রয়েছেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 24, 2023 | 5:49 PM

ICC Teams of the Year: মহিলাদের বর্ষসেরা ওয়ান ডে টিমে প্রত্যাশিত ভাবেই রয়েছেন স্মৃতি মান্ধানা। মহিলাদের বর্ষসেরা ওয়ান ডে টিমের অধিনায়ক ভারতের হরমনপ্রীত কৌর।

ICC Best XI: ওয়ান ডে, টেস্টেও বর্ষসেরা একাদশ ঘোষণা আইসিসির, ভারতের কারা রয়েছেন?
Image Credit source: twitter

Follow Us

দুবাই : এক দিন আগেই বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সেরা একাদশ ঘোষণা করেছিলেন। পুরুষদের টি-টোয়েন্টি টিমে তিন এবং মহিলাদের টি-টোয়েন্টি টিমে ভারতের চারজন ছিলেন। এ বার টেস্ট এবং ওয়ান ডে টিমও ঘোষণা করল আইসিসি। টেস্ট টিমে ভারতের মাত্র একজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। ওয়ান ডে টিমে রয়েছেন ভারতের দু-জন। মহিলাদের বর্ষসেরা ওয়ান ডে টিমে প্রত্যাশিত ভাবেই রয়েছেন স্মৃতি মান্ধানা। মহিলাদের বর্ষসেরা ওয়ান ডে টিমের অধিনায়ক ভারতের হরমনপ্রীত কৌর। এ ছাড়াও জায়গা পেয়েছেন পেসার রেনুকা সিং ঠাকুর। কেমন হল আইসিসির বর্ষসেরা একাদশ? বিস্তারিত TV9Bangla-য়।

বর্ষসেরা টিম ঘোষণা সম্পূর্ণ হল। তবে বর্ষসেরা ক্রিকেটার, ভিন্ন ফরম্যাটে বর্ষসেরার ঘোষণা এখনও বাকি। এ দিন ঘোষিত বর্ষসেরা টেস্ট একাদশে ভারতীয়দের মধ্যে মাত্র একজন সুযোগ পেয়েছেন। তিনি ঋষভ পন্থ। কিছুদিন আগেই গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঋষভ। বিপদ কাটিয়ে উঠলেও তাঁর মাঠে ফেরা সম্ভব হবে, তা এখনও অনিশ্চিত। তাঁর খেলার ধরণ নিয়ে প্রশ্ন উঠলেও টেস্ট ক্রিকেটে বহু ম্যাচেই ভারতকে ব্য়াট হাতে ভরসা দিয়েছেন। ঋষভ পন্থ ক্রিজে থাকা মানেই প্রতিপক্ষ বোলারদের আতঙ্ক। টেস্ট একাদশে ভারতের আর কেউই নেই। টেস্ট একাদশের অধিনায়ক ঘোষণা করা হয়েছে ইংল্য়ান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসকে।

আইসিসি পুরুষদের বর্ষসেরা ওয়ান ডে একাদশের নেতৃত্বে হরমনপ্রীত কৌর। গত কয়েক বছরের মতো এ বারও রয়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ত্রি-দেশীয় সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অনবদ্য ইনিংস খেলেছেন স্মৃতি ও হরমনপ্রীত কৌর। একাদশে এ ছাড়াও রয়েছেন পেসার রেনুকা সিং ঠাকুর। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। শুরু থেকে নজর কেড়েছেন। ধারাবাহিকতার পুরস্কার পেলেন। আইসিসির বর্ষসেরা ওয়ান ডে স্কোয়াডে রেনুকা।

বর্ষসেরা টেস্ট টিম: উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া), ক্রেগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), জনি বেয়ারস্টো (ইংল্য়ান্ড), বেন স্টোকস (ইংল্য়ান্ড), ঋষভ পন্থ (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা), নাথান লিয়ন (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্য়ান্ড)।

বর্ষসেরা ওয়ান ডে টিম (মেন্স): বাবর আজম (পাকিস্তান), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), শ্রেয়স আইয়ার (ভারত), টম ল্য়াথাম (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবোয়ে), মেহদি হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মহম্মদ সিরাজ (ভারত), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)

বর্ষসেরা ওয়ান ডে টিম (উইমেন্স): অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), স্মৃতি মান্ধানা (ভারত), লরা উলফার্ট (দক্ষিণ আফ্রিকা), নাতালি সিবার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হরমনপ্রীত কৌর (ভারত), অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড), সোফি এক্লেস্টন (ইংল্যান্ড), আয়োবঙ্গা খাকা (দক্ষিণ আফ্রিকা), রেনুকা সিং ঠাকুর (ভারত), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)

Next Article