কলকাতা: টপ শট নিলে মনে হবে, রুক্ষ পাহাড়ের মাঝে সবুজে ঘেরা এক টুকরো স্বর্গ যেন। আর মাঠে নেমে পড়লে মনে হবে, মখমল পাতা রয়েছে পায়ের তলায়। এক দিকে খাড়াই পাহাড়। অন্য দিকে কালচে পিচ রাস্তা। তার মাঝে সবুজদ্বীপ মন কেড়ে নেবে যে কারওরই। না হলে কি আর আগ্রহী আইসিসি (ICC) টুইট করে ফটোগ্রাফার ফকর আলমকে বলে, ‘আমাদের আরও তথ্য দিন!’
?️ Show us a more picturesque sports venue than the Gwadar cricket stadium in Balochistan.
We’ll wait…
? @falamb3 pic.twitter.com/lz6nUGr9HH
— ICC (@ICC) January 31, 2021
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বালুচিস্তানের গদর শহরে তৈরি নতুন ক্রিকেট মাঠ (Gwadar cricket stadium) এখন সবার আলোচনায়। ফকর পেশায় পাইলট। করাচি থেকে বিমান চালিয়ে বালুচিস্তানের গদর শহরে যাওয়ার সময় উপর থেকে স্টেডিয়ামটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। গদর বিমানবন্দরে নেমেই ছুটেছিলেন স্টেডিয়ামের উদ্দেশে। পৌঁছে আরও মুগ্ধ হয়ে গিয়েছেন ফকর। চারটে ছবি টুইট করে লিখেছেন, ‘আমি করাচি ফিরে এসেছি। কিন্তু এখনও মন পড়ে আছে গদরের ক্রিকেট স্টেডিয়ামেই। কী আশ্চর্য শহর ওটা! আবার ওখানে ফিরে যেতে চাই।’
As a cricket lover myself I have to thank GOC Gawadar Gen Amer Najam who has been the driving force behind making this venue truly a must visit & must play ground. Just simply spectacular. #Balochistan #Pakistan #Cricket pic.twitter.com/iF7DNz5stN
— Fakhr-e-Alam (@falamb3) January 31, 2021
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম দিকের রাজ্য বালুচিস্তান। এক দিকে আরবসাগর ছুঁয়ে গিয়েছে যেমন, অন্য দিকে পাহাড়ি রুক্ষতা। দুই যেন আরও রূপসী করে তুলেছে বালুচিস্তানকে। গদর শহর তার সিংহভাগই নিয়ে নিয়েছে। ক্রিকেট স্টেডিয়ামটা ওখানেই তৈরি হয়েছে গত বছর। তবে এখনও কাজ শেষ হয়নি পুরোপুরি। স্টেডিয়ামের গ্যালারি বানানোর কাজ শুরু হয়েছে। দ্রুত তা শেষ করা হবে বলে জানাচ্ছেন স্থানীয় লোকজন। গদর শহরবাসীই চাইছেন, আইসিসি যেন এই স্টেডিয়ামে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও দেয়। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও আবেদন করা হচ্ছে, যাতে পিএসএলের একটা অন্তত ম্যাচ ওখানে দেওয়া হয়।
আরও পড়ুন: সাউদাম্পটনকে ৯ গোলের মালা পরাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড