T20 World Cup 2022: বিশ্বকাপ জয় না ওভারে যুবরাজের ছ’টি ছয়? টি২০ বিশ্বকাপের সেরা মুহূর্ত বেছে নিল ফ্যানরা

Yuvraj Singh: ইনিংসের ১৯ তম ওভারে ব্রডের হাতে বল তুলে দেন ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড। ওভারের সূচনা হয় যুবরাজের বিশাল ছয়ে। ফ্লিনটফের সঙ্গে ঝামেলা তাতিয়েছিল যুবিকে।

T20 World Cup 2022: বিশ্বকাপ জয় না ওভারে যুবরাজের ছটি ছয়? টি২০ বিশ্বকাপের সেরা মুহূর্ত বেছে নিল ফ্যানরা
Image Credit source: ICC

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 16, 2022 | 9:30 AM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেরা মুহূর্ত (Greatest Moment) কোনটা? ক্রিকেটপ্রেমীদের উপরই ছাড়া হয়েছিল সিদ্ধান্তটা। ২০০৭ সালে উদ্বোধনী টি২০ বিশ্বকাপে (Opening World T20) চ্যাম্পিয়ন হয় ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারতীয় দল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে একের পর এক দুর্দান্ত ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় বা এক ওভারে যুবরাজের ছয় ছক্কা, টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন নানা মুহূর্ত রয়েছে। এর মধ্যে সেরা মুহূর্তে কোনটা? ক্রিকেট ফ্যানদের তরফে এই প্রশ্নের জবাব এসেছে। ভোটিংয়ের মাধ্যমে ২০০৭ বিশ্বকাপে কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টুয়ার্ট ব্রডের ওভারে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ৬টি বিরাট ছক্কাকেই সেরা মুহূর্তে হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেট ফ্যানরা।

টানটান লড়াইয়ে ভারতের বিশ্বজয়ের মুহূর্তকে পরাজিত করেছে যুবরাজের ছয় ছক্কা। বেশিরভাগ ফ্যানরাই তাঁকে ভোট দিয়ে ওই মুহূর্তটিকে বেছে নিয়েছেন। যুবরাজের এক ওভারে ৬টি ৬ যেখানে ৫২ শতাংশ ভোট পেয়েছে, সেখানে ভারতের বিশ্বকাপে জয়ের মুহূর্ত ৪৮ শতাংশ ভোট পেয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেটিই ছিল এক ওভারে ছয় ছক্কার নজির। দক্ষিণ আফ্রিকার ডারবানে হওয়া সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ভারত। ১৮ ওভারে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১৭১। ওভারের মাঝে ইংল্য়ান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ যুবরাজকে কিছু বলেন। যুবিও ছেড়ে দেওয়ার পাত্র নন। দু-জনের ব্যাপক কথা কাটাকাটি হয়। নন স্ট্রাইকারে ছিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। আম্পায়ারের পাশাপাশি যুবিকে শান্ত করার চেষ্টা করেন ধোনিও। কিন্তু যুবির রাগ কমেনি। যার খেসারত দিতে হয় ইংল্যান্ডের তরুণ পেসারকে।

ইনিংসের ১৯ তম ওভারে ব্রডের হাতে বল তুলে দেন ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড। ওভারের সূচনা হয় যুবরাজের বিশাল ছয়ে। ফ্লিনটফের সঙ্গে ঝামেলা তাতিয়েছিল যুবিকে। ওভার দ্য উইকেট বোলিং করছিলেন ব্রড। ছয়ের হ্যাটট্রিকের পর রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে আসেন। তাতেও লাভ হয়নি। চতুর্থ বলেও ছয়। যুবিকে থামানোর রাস্তা খুঁজে পায়নি ইংল্যান্ড। শেষ দুটি বলে ফের ওভার দ্য উইকেট। তাতেও অবশ্য কোনও লাভ হয়নি। বাকি দু-বলেও ছয় মারেন যুবরাজ। মাত্র ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ। টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের নজির গড়েছিলেন যুবি।