আইসিসির সভায় টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ

May 21, 2021 | 3:25 PM

চলতি বছরের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ভারতে হওয়ার কথা হলেও, বিকল্প ভেনু বেছে রেখেছে আইসিসি। ১ জুন আইসিসির আলোচনা সভা রয়েছে। এই সভায় নির্ধারিত হবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য।

আইসিসির সভায় টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ
সৌজন্যে-টুইটার

Follow Us

নয়াদিল্লি: করোনা (COVID-19) আবহেই ভারতে (India) আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। যথেষ্ট নিরাপত্তা নিয়ে শুরু হয়েছিল খেলা। প্রথম পর্বের খেলা নিরাপদে কাটলেও, বিপদ বাড়তে শুরু করে দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার পর। জৈব সুরক্ষা বলয় ভেদ করে একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হতে থাকেন। যার জেরে মাঝপথে স্থগিত হয়ে যায় আইপিএল। এমন পরিস্থিতিতে ভারতে আর কোনও টুর্নামেন্ট আয়োজন করার ঝুঁকি নিতে চায় না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তাই চলতি বছরের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ভারতে হওয়ার কথা হলেও, বিকল্প ভেনু বেছে রেখেছে আইসিসি। ১ জুন আইসিসির আলোচনা সভা রয়েছে। এই সভায় নির্ধারিত হবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য।

আইপিএল স্থগিত হলেও বিসিসিআইয়ের (BCCI) আশা ছিল, দেশের মাঠেই হবে ২০২১ টি-২০ বিশ্বকাপ। কিন্তু সেপ্টেম্বর থেকে ভারতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা। এই পরিস্থিতিতে এত বড় টুর্নামেন্ট ভারতে আয়োজন করলে, তা রীতিমতো ঝুঁকির হবে বলেই মনে করছে ক্রিকেটমহলের একাংশ।

ভারতীয় বোর্ডও ২৯ মে একটি সাধারণ সভা করবে। বিশ্বকাপের জন্য ৯টি ভেনু বেছে রেখেছিল বিসিসিআই। কিন্তু করোনার বাড়বাড়ন্তের ফলে টি-২০ বিশ্বকাপ শেষ পর্যন্ত কোথায় হবে, তা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। এক সাক্ষাৎকারে বিশ্বকাপ আয়োজনের সঙ্গে যুক্ত ব্যাক্তি বলেছেন, “আইসিসি ভারতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন। তবে ১ জুনের সভায় কী সিদ্ধান্ত হবে, তা অনুমান করা কঠিন।” তবে, বিসিসিআই ইতিমধ্যেই ব্যাকআপ হিসেবে সংযুক্ত আমিরশাহির কথা ভেবে রেখেছে। ১ জুন আইসিসির সভা না হওয়া পর্যন্ত কিন্তু সব প্রশ্নের উত্তরের জন্য, সকলকেই অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের দিন ঘোষণা

Next Article