IPL: আইসিসির এফটিপিতে আইপিএলের জন্য আড়াই মাসের উইন্ডো

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 15, 2022 | 3:47 PM

নিলামে মিডিয়া স্বত্ব নিয়ে রেকর্ড দাম ওঠা নিয়ে একেবারেই অবাক নন বোর্ড সচিব। তাদের কাছে এমনটা প্রত্যাশিতই ছিল।

IPL: আইসিসির এফটিপিতে আইপিএলের জন্য আড়াই মাসের উইন্ডো
গত আইপিএল ফাইনালে চ্যাম্পিয়ন দলকে চেক তুলে দেওয়ার সময় বোর্ড সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ।
Image Credit source: IPL

Follow Us

 

নয়াদিল্লি: দর বাড়ছে। এবার দল, ম্যাচ বেড়েছে। ভবিষ্যতে দল, ম্যাচের সংখ্যা আরও বাড়বে, সন্দেহ নেই। এত ম্যাচ আয়োজনের সময় পাওয়া যাবে কীভাবে। অল্প সময়ে প্রচুর ম্যাচ খেলতে হবে না তো ক্রিকেটারদের! ওয়ার্কলোড ম্যানেজ করা, বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররা অংশ নিতে পারবেন কি! সে সময় দ্বি-পাক্ষিক সিরিজ থাকলে! এমন নানা প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সদ্য সম্পূর্ণ হয়েছে আইপিএলের (IPL) মিডিয়া স্বত্বের নিলাম প্রক্রিয়া। টিভি, ডিজিটাল মিলিয়ে রেকর্ড ৪৮,৩৯০ কোটির বেশি টাকায় বিক্রি হয়েছে মিডিয়া স্বত্ব (Media Rights)। এর সঙ্গেই নানা প্রশ্ন জাগছে। এমন নানা প্রশ্ন কিংবা দ্বিধা পরিষ্কার করেছেন বোর্ড (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। ম্যাচের সংখ্যা বাড়লে তার জন্য সময় পাওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আইসিসির (ICC) ফিউচার টুর প্রোগ্রামে আইপিএলের জন্য আড়াই মাসের উইন্ডো থাকবে। এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ ভাবনা চিন্তা করেছি। বিভিন্ন দেশের বোর্ড এবং আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের ক্রিকেটাররা যাতে অংশ নিতে পারে সে কারণেই আড়াই মাসের উইন্ডো রাখা হচ্ছে আইসিসির ফিউচার টুর প্রোগ্রামে (FTP)।‘

নিলামে মিডিয়া স্বত্ব নিয়ে রেকর্ড দাম ওঠা নিয়ে একেবারেই অবাক নন বোর্ড সচিব। তাদের কাছে এমনটা প্রত্যাশিতই ছিল। আইপিএলের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা নিয়ে রিসার্চ করেই নিলামের প্রস্তুতি নিয়েছিল বোর্ড। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি ২০ লিগ আইপিএল। এবার বিশ্বের অন্যতম দামি লিগও। বোর্ড সচিবের কথায়, ‘আমি অত্যন্ত খুশি। মিডিয়া স্বত্বের অঙ্ক যে জায়গায় পৌঁছেছে তার থেকে ভারতীয় ক্রিকেট কতটা উন্নতি করছে বোঝা যায়। আমরা আগে থেকেই প্রত্যাশা করেছিলাম, উপভোগ্য নিলাম হতে চলেছে। নিলামে যে পরিমাণ লড়াই হয়েছে, দেশের অর্থনীতির উন্নতিটাও নজরে পড়ে।‘

নিলামের বেস প্রাইজ নিয়ে বোর্ডের কোনও সন্দেহ ছিল না। এমনটাই দাবি সচিবের। এর আগের নিলামে মিডিয়া স্বত্বের দাম উঠেছিল ১৬,৩৪৭ কোটি। এবার দ্বিগুণেরও বেশি। সচিবের কথায়, ‘বোর্ডের কখনোই মনে হয়নি বেস প্রাইস অনেক বেশি। বিষয়টা বুঝতে হবে। ২০১৮ সালে ৬০ টি ম্যাচ ছিল। এবার ৭৪টি ম্যাচ হয়েছে। দু বছর পর সংখ্যাটা ৮৪ এবং ২০২৭ এ সংখ্যাটা ৯৪ হবে।  ২০১৭ তে ডিজিটাল মাধ্যমে দর্শক সংখ্যা ছিল ৫৬০ মিলিয়ন। ২০২১ এ সংখ্যাটা ৬৬৫ মিলিয়ন পেরিয়েছে। ধীরে ধীরে সংখ্যাটা বাড়বে এ বিষয়ে সন্দেহ নেই।‘

Next Article