IND ODI WC Squad: জায়গা হল না শেফালি ভার্মার, ওয়ান ডে বিশ্বকাপ টিমে নানা চমক
ICC Women’s ODI World Cup: শেফালি ভার্মা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার আগেই সিনিয়র টিমে দীর্ঘ সময় ধরেই খেলছিলেন। কিন্তু তাঁর ফর্ম চিন্তায় রেখেছিল। অনেকটাও দ্বিধাও। গত কয়েক সিরিজে ওপেনিংয়ে শেফালির পরিবর্তে প্রতীকা রাওয়ালকে সুযোগ দেওয়া হয়েছিল। স্মৃতি মান্ধানার সঙ্গে ভরসা দিয়েছেন।

শেফালি ভার্মা নাকি প্রতীকা রাওয়াল? ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল। দেশের মাটিতে বিশ্বকাপ। এর আগে ফাইনাল অবধি উঠলেও বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। মেয়েদের ক্রিকেটে আইসিসি টুর্নামেন্টে ভারতের একমাত্র সাফল্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। শেফালি ভার্মা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার আগেই সিনিয়র টিমে দীর্ঘ সময় ধরেই খেলছিলেন। কিন্তু তাঁর ফর্ম চিন্তায় রেখেছিল। অনেকটাও দ্বিধাও। গত কয়েক সিরিজে ওপেনিংয়ে শেফালির পরিবর্তে প্রতীকা রাওয়ালকে সুযোগ দেওয়া হয়েছিল। স্মৃতি মান্ধানার সঙ্গে ভরসা দিয়েছেন। বিশ্বকাপের টিকিটও জিতে নিলেন প্রতীকা রাওয়াল।
ঘরের মাঠে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌরই। মনে করা হচ্ছে, তাঁর এটিই শেষ বিশ্বকাপ। স্মৃতি মান্ধানা ভাইস ক্যাপ্টেন। ভারতীয় ক্রিকেটে না হলেও বিশ্বকাপের নিরিখে স্কোয়াডে একঝাঁক নতুন মুখ বলাই যায়। বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষও প্রত্যাশিত ভাবেই সুযোগ পেয়েছেন। তেমনই নতুন মুখ বলা যায় প্রতীকা রাওয়াল, শ্রী চরণী, ক্রান্তি গৌড়দের। তবে শেফালির না থাকা এই টিমে যে আরও বড় চমক, বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারত এ দলের হয়ে পাঠানো হয়েছে শেফালিকে। হাতে গোনা দু-একটি ভালো ইনিংসও দেখা গিয়েছে। কিন্তু বরাবরের মতোই মিসিং তাঁর ধারাবাহিকতা। বিধ্বংসী শুরু করলেও বড় ইনিংসে পরিণত করতে পারছিলেন না। বিশ্বকাপে সেটাও তাঁর বিপক্ষেই গেল। এমনকি স্ট্যান্ড বাই তালিকাতেও রাখা হয়নি। স্কোয়াডে ফিরেছেন পেসার রেনুকা সিং ঠাকুর।
সেপ্টেম্বরের ৩০ তারিখ শুরু ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজও খেলবে ভারত। বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে শুধু একটাই বদল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সায়লী মূল স্কোয়াডে থাকছেন। বিশ্বকাপে তাঁর জায়গায় ঢুকছেন অমনজ্যোৎ।
বিশ্বকাপে ভারতের স্কোয়াড-হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (ভাইস ক্যাপ্টেন), প্রতীকা রাওয়াল, হরলীন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রড্রিগজ, রিচা ঘোষ, রেনুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, অমনজ্যোৎ কৌর, রাধা যাদব, যস্তিকা ভাটিয়া, শ্রী চরণী, স্নেহ রানা
স্ট্যান্ড বাই-তেজল হাসনবিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, উমা ছেত্রী, মিন্নু মণি, সায়লী সাতঘাড়ে
