কলকাতা: ভারতের মাটিতে চলতি বিশ্বকাপে এক একটা ম্যাচ হচ্ছে, আর পয়েন্ট টেবলে বিভিন্ন দলের স্থান পরিবর্তন হচ্ছে। অবশ্য এ বারের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) আপাতত পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার ভারত (India)। মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারপর কিউয়িদের সরিয়ে পয়েন্ট টেবলের ২ নম্বরে পৌঁছে গিয়েছেন কুইন্টন ডি’ককরা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। তার আগে চোখ বুলিয়ে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ঝলকে দেখে নিন চলতি ৫০ ওভারের বিশ্বকাপের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায় —
১. ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে রোহিত শর্মার ভারত। তাতে টিম ইন্ডিয়ার জয় ৫ ম্যাচেই। ভারতের ১০ পয়েন্ট। নেট রানরেট +১.৩৫৩। বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে মেন ইন ব্লু।
২. ওয়াংখেড়েতে বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবলের ২ নম্বরে উঠে এসেছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৫টি ম্য়াচ খেলেছে প্রোটিয়ারা। তাতে ৪টি জয় ও ১টি হার। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮। নেট রানরেট +২.৩৭০।
৩. চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত তিন নম্বরে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে খেলে কিউয়িদের জয় ৪টি। হার ১টি। নিউজিল্যান্ডের পয়েন্ট ৮। নেট রানরেট +১.৪৮১।
৪. আজ অজিদের ম্যাচ রয়েছে। এ বারের ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত চার নম্বরে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এখনও অবধি বিশ্বকাপে ৪টি ম্যাচে খেলে অজিরা জিতেছে ২টিতে। হেরেছেও ২টি ম্যাচ। পয়েন্ট ৪। অজিদের নেট রানরেট -০.১৯৩।
৫. ওডিআই বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তান এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। ২টি জয় ও ৩টি হারের পর পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে পাকিস্তান। নেট রানরেট -০.৪০০। গ্রিন আর্মির পয়েন্ট ৪।
৬. পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। এখনও অবধি আফগানরা ৫ ম্যাচ খেলে ২টিতে জিতেছে ও ৩টিতে হেরেছে। আফগানদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.৯৬৯।
৭. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত ৭ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। আজ অজিদের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস। এখনও অবধি ডাচরা ৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় ১টি এবং ৩টিতে হার। পয়েন্ট ২। নেট রানরেট -০.৭৯০।
৮. চলতি একদিনের বিশ্বকাপের পয়েন্ট টেবলে ৮ নম্বরে আপাতত রয়েছে শ্রীলঙ্কা। এখনও অবধি ৪ ম্য়াচ খেলে শ্রীলঙ্কার জয় ১টি, হার ৩টি। লঙ্কানদের পয়েন্ট ২। নেট রানরেট -১.০৪৮।
৯. ভারতের মাটিতে হওয়া একদিনের বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে জস বাটলারের ইংল্যান্ড। এখনও অবধি ৪টি ম্যাচ খেলে ১টি জয় ও ৩টি হার ইংল্যান্ডের। নেট রানরেট -১.২৪৮। পয়েন্ট ২।
১০. সাকিব আল হাসানের বাংলাদেশ ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে। এখনও অবধি এ বারের বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জয় ১টি, হার ৪টি। সাকিবদের পয়েন্ট ২। নেট রানরেট -১.২৫৩।