ICC World Cup 2023 Points Table: বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়ে পয়েন্ট টেবলে উন্নতি প্রোটিয়াদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 27, 2023 | 12:38 PM

ICC ODI World Cup 2023: ভারতে চলতি ওডিআই বিশ্বকাপে দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে হারিয়ে ৩বিশ্বকাপের পয়েন্ট টেবলে উন্নতি হয়েছে প্রোটিয়াদের। দেখতে দেখতে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ২৩টি ম্যাচ হয়ে গিয়েছে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। তার আগে একঝলকে দেখে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবল।

ICC World Cup 2023 Points Table: বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়ে পয়েন্ট টেবলে উন্নতি প্রোটিয়াদের
বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়ে পয়েন্ট টেবলে উন্নতি প্রোটিয়াদের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ভারতের মাটিতে চলতি বিশ্বকাপে এক একটা ম্যাচ হচ্ছে, আর পয়েন্ট টেবলে বিভিন্ন দলের স্থান পরিবর্তন হচ্ছে। অবশ্য এ বারের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) আপাতত পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার ভারত (India)। মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারপর কিউয়িদের সরিয়ে পয়েন্ট টেবলের ২ নম্বরে পৌঁছে গিয়েছেন কুইন্টন ডি’ককরা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। তার আগে চোখ বুলিয়ে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ঝলকে দেখে নিন চলতি ৫০ ওভারের বিশ্বকাপের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায় —

১. ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে রোহিত শর্মার ভারত। তাতে টিম ইন্ডিয়ার জয় ৫ ম্যাচেই। ভারতের ১০ পয়েন্ট। নেট রানরেট +১.৩৫৩। বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে মেন ইন ব্লু।

২. ওয়াংখেড়েতে বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবলের ২ নম্বরে উঠে এসেছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৫টি ম্য়াচ খেলেছে প্রোটিয়ারা। তাতে ৪টি জয় ও ১টি হার। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮। নেট রানরেট +২.৩৭০।

৩. চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত তিন নম্বরে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে খেলে কিউয়িদের জয় ৪টি। হার ১টি। নিউজিল্যান্ডের পয়েন্ট ৮। নেট রানরেট +১.৪৮১।

৪. আজ অজিদের ম্যাচ রয়েছে। এ বারের ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত চার নম্বরে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এখনও অবধি বিশ্বকাপে ৪টি ম্যাচে খেলে অজিরা জিতেছে ২টিতে। হেরেছেও ২টি ম্যাচ। পয়েন্ট ৪। অজিদের নেট রানরেট -০.১৯৩।

৫. ওডিআই বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তান এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। ২টি জয় ও ৩টি হারের পর পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে পাকিস্তান। নেট রানরেট -০.৪০০। গ্রিন আর্মির পয়েন্ট ৪।

৬. পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। এখনও অবধি আফগানরা ৫ ম্যাচ খেলে ২টিতে জিতেছে ও ৩টিতে হেরেছে। আফগানদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.৯৬৯।

৭. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত ৭ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। আজ অজিদের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস। এখনও অবধি ডাচরা ৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় ১টি এবং ৩টিতে হার। পয়েন্ট ২। নেট রানরেট -০.৭৯০।

৮. চলতি একদিনের বিশ্বকাপের পয়েন্ট টেবলে ৮ নম্বরে আপাতত রয়েছে শ্রীলঙ্কা। এখনও অবধি ৪ ম্য়াচ খেলে শ্রীলঙ্কার জয় ১টি, হার ৩টি। লঙ্কানদের পয়েন্ট ২। নেট রানরেট -১.০৪৮।

৯. ভারতের মাটিতে হওয়া একদিনের বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে জস বাটলারের ইংল্যান্ড। এখনও অবধি ৪টি ম্যাচ খেলে ১টি জয় ও ৩টি হার ইংল্যান্ডের। নেট রানরেট -১.২৪৮। পয়েন্ট ২।

১০. সাকিব আল হাসানের বাংলাদেশ ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে। এখনও অবধি এ বারের বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জয় ১টি, হার ৪টি। সাকিবদের পয়েন্ট ২। নেট রানরেট -১.২৫৩।

Next Article