ICC World Cup: চ্যাম্পিয়ন্স ট্রফির অঙ্কও জটিল, ‘উত্তর খুঁজছেন’ সাকিব!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 31, 2023 | 11:45 PM

ICC world cup 2023, Shakib Al Hasan: ইডেনে পাকিস্তানের কাছে হারের পর সরকারি ভাবে সেমিফাইনালের দৌড় থেকে বিদায় বাংলাদেশের। আশঙ্কা শুরু হয়েছে অন্য। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলতে পারবেন। বিশ্বকাপের পয়েন্ট টেবলে প্রথম সাতটি দল ও আয়োজক পাকিস্তান। সেই তালিকাতেও বাংলাদেশ আসতে পারবে কিনা সন্দেহ রয়েছে। পরবর্তী দুটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। পাশাপাশি নজর রাখতে হবে, অন্য দলের ফলেও।

ICC World Cup: চ্যাম্পিয়ন্স ট্রফির অঙ্কও জটিল, উত্তর খুঁজছেন সাকিব!
Image Credit source: AFP

Follow Us

কলকাতা: এত দিন তবু সরকারি ভাবে বলা যায়নি, সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। কিন্তু ইডেনে পাকিস্তানের কাছে হারের পর সরকারি ভাবে সেমিফাইনালের দৌড় থেকে বিদায় বাংলাদেশের। আশঙ্কা শুরু হয়েছে অন্য। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলতে পারবেন। বিশ্বকাপের পয়েন্ট টেবলে প্রথম সাতটি দল ও আয়োজক পাকিস্তান। সেই তালিকাতেও বাংলাদেশ আসতে পারবে কিনা সন্দেহ রয়েছে। পরবর্তী দুটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। পাশাপাশি নজর রাখতে হবে, অন্য দলের ফলেও। বাস্তবটা খুবই কঠিন বাংলাদেশের কাছে। বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, ‘উত্তর খুঁজছি’। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে একটিই মাত্র জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল তারা। এরপর থেকে শুধুই হতাশা। ব্যক্তিগত কিছু ভালো পারফরম্যান্স দেখা গেলেও দল হিসেবে সাফল্য নেই। ইডেনেও ব্যাটিং ব্যর্থতা। প্রথমে ব্যাট করে মাত্র ২০৪ রানেই অলআউট বাংলাদেশ। সহজেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। খেলার শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘বোর্ডে যথেষ্ঠ রান ছিল না। এখানকার পিচ খুবই ভালো। আমরা শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ি। মাঝে জুটিও গড়েছিলাম। যদিও প্রয়োজন অনুযায়ী বড় জুটি হয়নি। বোলিংয়েও আমাদের ভালো পারফর্ম করা উচিত ছিল।’

দুর্দান্ত জয়ের পর সেমিফাইনালের সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে বাবর আজমের। পাকিস্তানকে প্রশংসায় ভরিয়ে সাকিব আল হাসান আরও বলেন, ‘ওরা দুর্দান্ত খেলেছে। কৃতিত্ব দিতেই হবে। আমার ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হবে। ওপরের দিকে ব্যাট করছিলাম, রান পাইনি। আত্মবিশ্বাসও তলানিতে ছিল। বিশ্বকাপের মাঝে এত কিছু পরিবর্তন করলে ভালো হয় না।’

ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ৩৫ বলে মাত্র ১৪ রান করেন। পরে রানের গতি বাড়ান। ৬৪ বলে ৪৩ রান করেন অধিনায়ক। ব্যাটিং অর্ডারে তাঁর অবনতিও খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ! হয়তো সেটাই বোঝাতে চাইলেন সাকিব।

Next Article