Pakistan Cricket: এত অভিযোগ কেন, ভারতের পাশে দাঁড়িয়ে পিসিবিকে দুষলেন পাক স্পিনার

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 18, 2023 | 5:18 PM

Pakistan Cricket News: পিসিবি বুধবার একগুচ্ছ অভিযোগ জানিয়েছে। যা নিয়ে টুইট বা এক্সও করেছে। বলা হয়েছে, 'আইসিসির কাছে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে পিসিবি। পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকদের ভারতীয় ভিসা পলিসির জন্য এখনও ওই দেশে পা রাখতে পারেনি। সেই সঙ্গে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলার সময় টার্গেট করা হয়েছিল পাকিস্তান টিমকে। তা কেন করা হয়েছে, তা নিয়েও সরকারি অভিযোগ করা হয়েছে।'

Pakistan Cricket: এত অভিযোগ কেন, ভারতের পাশে দাঁড়িয়ে পিসিবিকে দুষলেন পাক স্পিনার
Image Credit source: X

Follow Us

করাচি: অভিযোগের ঢল নেমেছে যেন। ভারতের ঢোকার ভিসা মেলেনি পাকিস্তানি সাংবাদিকদের। অভিযোগ গিয়েছে আইসিসির দপ্তরে। সমর্থকরা কেন ভারতে ম্যাচ দেখার ভিসা পাননি? অভিযোগ করা হয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থায়। ভারত-পাক ম্যাচে আমেদাবাদের গ্যালারি কেন ভারতের সুরে গেয়েছে? ফের গিয়েছে অভিযোগ। পাকিস্তানি ক্রিকেট বোর্ডের কর্তারা এখন ইমেলে চিঠি লিখতে ব্যস্ত। আরও ভালো করে বললে, ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চলেছেন জ়াকা আশরফরা। এ বার সেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার বরাবরই ঠোঁটকাটা। সোজাসাপ্টা কথা বলতে ভালোবাসেন। তার জন্য খেসারতও কম দেননি পাকিস্তানের একমাত্র হিন্দু ক্রিকেটার। তাতেও পরোয়া করেননি কোনও দিন। এ বারও করলেন না। তুলে ধরলেন সত্যিটা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আমেদাবাদে ভারতের কাছে হেরে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল পাকিস্তান যে, ফোকাস অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার দরকার ছিল। তাই করেওছেন পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থার। বলেছিলেন, এই বিশ্বকাপ যত না আইসিসির টুর্নামেন্ট, তার থেকে অনেক বেশি বিসিসিআইয়ের। এ নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। যার জের পৌঁছেছে আইসিসি পর্যন্ত। বিশ্ব ক্রিকেট সংস্থাও পুরো ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তাতেও ঠান্ডা হয়নি পাকিস্তান বোর্ড। বরং রোজ নতুন নতুন অভিযোগ আসছে ওয়াঘার ওপার থেকে।

ভারতে পা রাখার পর পাকিস্তানি ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বাবর আজমরাও আপ্লুত। প্রশ্ন হল, দুই দেশের রাজনৈতিক রসায়ন জানার পরও কেন পাকিস্তান অকারণ বিতর্ক তৈরি করেছে? পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা চালিয়েছে? প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া সেই প্রশ্নই তুলে দিয়েছেন। তাঁর কথায়, ‘কে বলেছিল পাকিস্তানি সাংবাদিক জাইনাব আব্বাসকে ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করতে? কে বলেছিল মিকি আর্থারকে এ বারের বিশ্বকাপকে আইসিসির বদলে বিসিসিআইয়ের টুর্নামেন্ট বলতে? রিজওয়ানকে মাঠেই নামাজ পড়তে কে বলেছিল? নিজের ত্রুটি থাকলে অন্যের ভুল ধরা উচিত নয়।’

পিসিবি বুধবার একগুচ্ছ অভিযোগ জানিয়েছে। যা নিয়ে টুইট বা এক্সও করেছে। বলা হয়েছে, ‘আইসিসির কাছে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে পিসিবি। পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকদের ভারতীয় ভিসা পলিসির জন্য এখনও ওই দেশে পা রাখতে পারেনি। সেই সঙ্গে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলার সময় টার্গেট করা হয়েছিল পাকিস্তান টিমকে। তা কেন করা হয়েছে, তা নিয়েও সরকারি অভিযোগ করা হয়েছে।’

পাকিস্তান যাই দাবি করুক না কেন, কানেরিয়ার রি-টুইট কিন্তু বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে পিসিবিকে। ভারতের দোষ খোঁজার বদলে, বিতর্ক তৈরি করার বদেল যদি পাকিস্তানের ক্রিকেট বোর্ড যদি বিশ্বকাপ খেলায় মন দিত, তা হলে হয়তো পরিস্থিতি অন্য রকম হত। সবচেয়ে বড় কথা হল, বিশ্বকাপে টিম পাঠানোর ঠিক আগে পিসিবি চেয়ারম্যান আশরফ ভারতকে ‘শত্রু দেশ’ বলেছিলেন। তাও তো ভোলার নয়।

Next Article