ICC World Cup: সব কৃতিত্ব বিরাটের, পাঁচ উইকেট নিয়ে কেন এমন বলছেন জাডেজা?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 06, 2023 | 2:09 AM

ICC world cup 2023, Ravindra Jadeja: প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের ৩২৭ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম ধাক্কা মহম্মদ সিরাজের। এরপরই আসরে জাডেজা। আগের দিন সুইপ প্র্যাক্টিস করা প্রোটিয়া অধিনায়ক বাভুমাকে বোল্ড করেন জাডেজা। ভারতীয় পেসারদের মধ্যে সামি ২ উইকেট এবং সিরাজ একটি। প্রতিপক্ষের বাকি সাত উইকেট স্পিনজুটির দখলে। জাডেজা একাই পাঁচ উইকেট।

ICC World Cup: সব কৃতিত্ব বিরাটের, পাঁচ উইকেট নিয়ে কেন এমন বলছেন জাডেজা?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিরাট কোহলির সেঞ্চুরি এবং আরও একটা ম্যাচের সেরার পুরস্কার তাঁর ঝুলিতে। বাংলাদেশ ম্যাচে অনবদ্য পারফর্ম করেছিলেন রবীন্দ্র জাডেজা। ব্যাটিং, বোলিং এবং দুর্দান্ত ক্যাচে অবদান রেখেছিলেন। যদিও সেঞ্চুরি করা বিরাটকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছিল। বিরাটও জানিয়েছিলেন, সেরার পুরস্কারটা জাডেজাই জিততে পারতো। রোহিত বলেছিলেন, জাড্ডু অনবদ্য পারফর্ম করলেও সেঞ্চুরির ইনিংসকে অবহেলা করা যায় না। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট জাডেজার। ব্যাট হাতে ১৫ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস। জাডেজা কিন্তু সমস্ত কৃতিত্ব দিচ্ছেন বিরাটকেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইডেনে ম্যাচের আগের দিন অনুশীলনে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শুধুমাত্র স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতি সারেন। সুইপ প্র্যাক্টিস করছিলেন। হয়তো ইডেনে আগের ম্যাচগুলো থেকে আন্দাজ করেছিলেন, পিচ মন্থর হতে পারে। পেসারদের বিরুদ্ধে প্রোটিয়া ব্যাটাররা ভালো ব্যাট করেন। ভারতের পেসত্রয়ী বিধ্বংসী ফর্মে। কিন্তু মাঝের ওভারে জাডেজা এবং কুলদীপও বড় চ্যালেঞ্জ। তারই প্রস্তুতি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। তবে নেট বোলারদের বিরুদ্ধে প্রস্তুতি সেরে যে জাডেজা-কুলদীপকে সামলানো কঠিন, ভালো ভাবেই টের পেলেন।

প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের ৩২৭ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম ধাক্কা মহম্মদ সিরাজের। এরপরই আসরে জাডেজা। আগের দিন সুইপ প্র্যাক্টিস করা প্রোটিয়া অধিনায়ক বাভুমাকে বোল্ড করেন জাডেজা। ভারতীয় পেসারদের মধ্যে সামি ২ উইকেট এবং সিরাজ একটি। প্রতিপক্ষের বাকি সাত উইকেট স্পিনজুটির দখলে। জাডেজা একাই পাঁচ উইকেট।

জাডেজা অবশ্য ম্যাচ জয়ের যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন কোহলিকেই। তার কারণও জানালেন। জাডেজা বলেন, ‘এই পিচে ব্যাটিং খুবই কঠিন ছিল। একটা সময় মনে হয়েছিল ২৬০-২৭০ করলেই যথেষ্ঠ। বিরাটের স্পেশ্যাল ইনিংস। দারুণ ভাবে স্ট্রাইক রোটেট করেছে। স্পিনাররা যখন বোলিং করছিল, রান তোলা কষ্টকর হয়ে পড়ে। বিরাট স্ট্রাইক রোটেট করে অপরাজিত ইনিংসে দলের স্কোর ৩০০ পার করে। এর জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন।’

দ্বিতীয় ইনিংসে পিচ তুলনামূলক ভাবে ব্যাটিংয়ের জন্য সহজ হয়েছিল বলেই জানালেন জাডেজা। যদিও ভারতীয় বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি। এ বারের বিশ্বকাপের বিধ্বংসী ব্যাটিং আক্রমণ দক্ষিণ আফ্রিকার। ভারতের বিরুদ্ধে মাত্র ৮৩ রানেই অলআউট।

Next Article