ICC World Cup: বাংলাদেশের কাছে হারা উচিত হয়নি! পাক বধ করে বলছেন নবি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 24, 2023 | 1:23 AM

ICC World Cup, Mohammad Nabi: গত দু-ম্যাচ হেরে চাপে ছিল পাকিস্তান। তাদের চাপ আরও বাড়ল। আফগান শিবির স্বপ্নে বুঁদ। মহম্মদ নবি বলছেন, 'আফগানিস্তানের জন্য এটা বিরাট মুহূর্ত। পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে আট নম্বর ম্যাচ খেললাম। জয় এল বিশ্বকাপের মতো বড় ইভেন্টে। খুবই সুন্দর মুহূর্ত। টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়েছি। এ বার পাকিস্তানকেও হারালাম। টিম এখন আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিরুদ্ধে এতদিন অনেক কাছে গিয়েও হেরেছি।'

ICC World Cup: বাংলাদেশের কাছে হারা উচিত হয়নি! পাক বধ করে বলছেন নবি
Image Credit source: PTI

Follow Us

চেন্নাই: এরকম একটা মুহূর্তের যেন অপেক্ষা করছিলেন। একটা মুহূর্ত বললে বোধ হয় ভুল হবে। অনেকগুলো মুহূর্ত। এ বার বিশ্বকাপের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। কয়েক দিনের ব্যবধান। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে আফগান শিবির। রাস্তাটা খুবই কঠিন হলেও অসম্ভব নয়। তবে শুরুতেই একটা বড় ভুল হয়েছে বলে মনে করেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নবি। পাকিস্তানকে হারিয়ে যেমন উচ্ছ্বসিত, তেমনই কিছুটা আক্ষেপও রয়েছে। চিপকে ম্যাচ জিতে সম্প্রচারকারী চ্যানেলে সেটাই জানালেন নবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত দু-ম্যাচ হেরে চাপে ছিল পাকিস্তান। তাদের চাপ আরও বাড়ল। হারের হ্যাটট্রিকে সেমিফাইনালের রাস্তা ক্রমশ কঠিন। অন্যদিকে, আফগান শিবির স্বপ্নে বুঁদ। মহম্মদ নবি বলছেন, ‘আফগানিস্তানের জন্য এটা বিরাট মুহূর্ত। পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে আট নম্বর ম্যাচ খেললাম। জয় এল বিশ্বকাপের মতো বড় ইভেন্টে। খুবই সুন্দর মুহূর্ত। টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়েছি। এ বার পাকিস্তানকেও হারালাম। টিম এখন আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিরুদ্ধে এতদিন অনেক কাছে গিয়েও হেরেছি।’

টস জিতে আনন্দে আত্মহারা ছিলেন পাকিস্তান অধিনায়ক। বড় রান করে আফগানিস্তানকে চাপে ফেলার লক্ষ্য ছিল। বড় রান তুললেও কয়েক ওভার ছাড়া আফগানিস্তানকে চাপে ফেলা গেল না। বাবর পিচ বুঝতে ভুল করেছেন কিনা, এই প্রশ্নও উঠছে। নবিও পিচ নিয়ে ধোঁয়াশায় ছিলেন, খোলসা করলেন। বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, নিউজিল্যান্ড ম্যাচের মতোই পিচ। পরে বুঝলাম, এটা পুরোপুরি আলাদা। নুর অনবদ্য বোলিং করেছে। অনেকগুলো ক্লোজ ম্যাচের পর এই জয়টা দারুণ অনুভূতির। এখন মনে হচ্ছে, বাংলাদেশের কাছে হারা উচিত হয়নি। টুর্নামেন্টের প্রায় মাঝপথে আমরা। সেমিফাইনাল সম্ভব। চেন্নাইতে যেমন সমর্থন পেয়েছি, আশাকরি পুনেতেও পাব।’

Next Article