KL Rahul: কিপিং করলে তবেই একাদশে জায়গা পাবে রাহুল, এমন বলে দিলেন কে?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 26, 2023 | 3:20 PM

Cricket World Cup 2023: চোট এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠতে চলেছে ভারতীয় টিমের। আর তার কেন্দ্রীয় চরিত্র লোকেশ রাহুল। বিশ্বকাপে তিনি কি খেলতে পারবেন? অনেক অঙ্ক থাকছে।

KL Rahul: কিপিং করলে তবেই একাদশে জায়গা পাবে রাহুল, এমন বলে দিলেন কে?
কিপিং করলে তবেই একাদশে জায়গা পাবে রাহুল, এমন বলে দিলেন কে?
Image Credit source: ICC

Follow Us

নয়াদিল্লি: বিশ্বকাপে (World Cup 2023) টিমের ভারসাম্য যদি ঠিক রাখতে হয়, যদি বাড়তি বোলার খেলাতে হয়, তা হলে ভারতের টিম কম্বিনেশন নিয়ে ভাবনা-চিন্তা করতে হবে। রোহিত শর্মার (Rohit Sharma) টিমের টপ অর্ডারে অলরাউন্ডার কেউ নন। অর্থাৎ স্পেশালিস্ট ব্যাটাররাই খেলেন। টপ অর্ডারে কেউ বোলিং ভূমিকায় না-থাকার ফলে একটু চাপ থেকেই যাচ্ছে। সেটা কাটানোর জন্যই ষষ্ঠ বোলার খেলাতে হতে পারে। আর তা যদি করতে হয়, স্পেশালিস্ট কিপার খেলানোর জায়গায় থাকবে না ভারতীয় টিম। বিশ্বকাপে তা হলে কোন কম্বিনেশনের দিকে ঝুঁকবে ভারত? একটাই বিকল্প হতে পারে, ব্যাটার-কিপার খেলাতে হবে। আর তা হলে লোকেশ রাহুল (KL Rahul) হবেন সেরা বিকল্প। কিন্তু চোটে জর্জরিত ভারতীয় প্লেয়ারকে নিয়ে কি আশা রাখা যাবে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। রাহুল কি আদৌ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন? এই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছেন কেউ কেউ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে বিস্তারিত।

ভারতীয় টিমের সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছেন সঞ্জয় বাঙ্গার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিন্তু মনে করছেন, লোকেশ রাহুল যদি কিপিং না করেন, তা হলে তাঁকে একাদশে রাখা মুশকিল হবে। বাঙ্গারের যুক্তি, ‘যে হেতু ভারতের টপ অর্ডারে কেউ বোলিং করতে পারে না, টিমের দরকার কিপার-ব্যাটার। একমাত্র তা হলেই কিন্তু ষষ্ঠ বোলার খেলানো যেতে পারে। কিপার-ব্যাটার থাকলে তবেই বাড়তি বোলার খেলানো সম্ভব হবে। আমার তো মনে হয়, লোকেশ রাহুল যদি কিপার-ব্যাটারের ভূমিকায় থাকে, তবেই একাদশে ওকে খেলানো যেতে পারে। তবেই টিম ভারসাম্য খুঁজে পাবে।’

বাঙ্গারের যুক্তি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এশিয়া কাপের টিমের দিকে তাকালে কিন্তু দেখা যাবে, তিন কিপার টিমে জায়গা পেয়েছেন। লোকেশ রাহুল, ঈশান কিষানের পাশাপাশি ব্যাকআপ কিপার হিসেবে জায়গা পেয়েছেন মঞ্জু স্যামসন। এই তিন জনই কিপার হওয়ার পাশাপাশি স্পেশালিস্ট ব্যাটারও। লাহুলই প্রথম পছন্দ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কিন্তু এশিয়া কাপের টিম ঘোষণার পর আবার এও বলা হয়েছিল, প্রথম দুটো ম্যাচে হয়তো পাওয়া যাবে না রাহুলকে। চোট এখনও পুরোপুরি সারেনি তাঁর। রাহুলের ফর্মের উপর নির্ভর করছে অনেক কিছু। তাঁকে চার নম্বরে খেলানোর কথা ভাবা হচ্ছে। পাশাপাশি কিপিংটাও যদি করতে পারেন, তা হলে বাড়তি বোলার খেলানোর কথা ভাবতে পারবে টিম। কিন্তু চোট থেকে বেরিয়ে আসার পরও যদি সে ভাবে ছন্দ খুঁজে না পান রাহুল, তখন ভারতীয় দলকে আবার নতুন করে ভাবতে হবে। সে ক্ষেত্রে কে হবে নতুন বিকল্প, তা নিয়ে কিন্তু টালবাহানা রয়েছে। বিরাট কোহলিকে তখন চার নম্বরে খেলিয়ে অন্য কম্বিনেশন খোঁজার চেষ্টা করবেন রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা।

বাঙ্গার কিন্তু বলে দিচ্ছেন, ‘যদি রাহুল ব্যাটসম্যান হিসেবে ফিট করাতে না পারে নিজেকে, তা হলে ঈশানকে খেলাতে হবে। কারণ, ও নিয়মিত কিপার। ৫০ ওভারের ফর্ম্যাটে কিন্তু চূড়ান্ত ফিট এবং এক নম্বর কিপারকে প্রথম দলে খেলাতে হবে। আধা ফিট কিংবা চোটপ্রবণ কাউকে খেলালে কিন্তু ঝুঁকি হয়ে যাবে।’

Next Article