AUS vs PAK WATCH VIDEO: টেস্টের আগে প্রতিপক্ষ নেটে বাক্স নিয়ে হাজির বাবররা

Dec 26, 2023 | 12:05 AM

AUS vs PAK Boxing Day Test: অজি ওপেনার উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নারের স্ত্রী-সন্তানও ছিল সেখানে। বাচ্চাদের হাতে উপহারের বাক্স তুলে দেন পাক ক্রিকেটাররা। তেমনই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটার বাবর আজম আলিঙ্গন করেন উসমান খোয়াজার শিশুকন্যার সঙ্গে। পাকিস্তান শিবিরের এই আচরণে মুগ্ধ অজি অধিনায়ক প্যাট কামিন্স। ইসএপিএন অস্ট্রেলিয়াকে কামিন্স বলেন, 'কী বলব। দারুণ অনুভূতি। ক্রিসমাসের উপহার, বাচ্চাদের জন্য ললিপপ। মুগ্ধকর আচরণ।'

AUS vs PAK WATCH VIDEO: টেস্টের আগে প্রতিপক্ষ নেটে বাক্স নিয়ে হাজির বাবররা
Image Credit source: X

Follow Us

কলকাতা: কয়েক ঘণ্টা পরই শুরু অস্ট্রেলিয়া-পাকিস্তান বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে মুখোমুখি তারা। অন্য়দিকে, সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বিশ্ব ক্রিকেট মজে থাকবে লাল-বলের লড়াইয়ে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। এর মধ্যেও একটা কথা বারবার ঘুরে ফিরে আসে। স্পোর্টসম্যান স্পিরিট। এমসিজিতে বক্সিং ডে টেস্টের আগে তেমনই কিছু মন ভালো করা মুহূর্ত দেখা গেল। বড়দিনের উৎসবে বড় উপহার বাবরদের। সঙ্গে রইল সেই ভিডিয়ো। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে পাকিস্তান। চোট আঘাতে জর্জরিত পাক শিবির। অস্ট্রেলিয়া চনমনে মেজাজে। পাকিস্তান ক্রিকেট টিমের আচরণে মন আরও ভালো হল অজি শিবিরের। বড় দিনের উৎসবের মেজাজে মেতে বিশ্ব। তেমনই অস্ট্রেলিয়াও। প্যাট কামিন্স, উসমান খোয়াজাদের নেটে বড় দিনের উপহার নিয়ে হাজির পাকিস্তানের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফরা। অজি ক্রিকেটারদের পরিবারও ছিল সেখানে। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদকে দেখা যায় উপহারের বাক্স নিয়ে অস্ট্রেলিয়া নেটে। সঙ্গে ছিলেন বাবররাও।

অজি ওপেনার উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নারের স্ত্রী-সন্তানও ছিল সেখানে। বাচ্চাদের হাতে উপহারের বাক্স তুলে দেন পাক ক্রিকেটাররা। তেমনই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটার বাবর আজম আলিঙ্গন করেন উসমান খোয়াজার শিশুকন্যার সঙ্গে। পাকিস্তান শিবিরের এই আচরণে মুগ্ধ অজি অধিনায়ক প্যাট কামিন্স। ইসএপিএন অস্ট্রেলিয়াকে কামিন্স বলেন, ‘কী বলব। দারুণ অনুভূতি। ক্রিসমাসের উপহার, বাচ্চাদের জন্য ললিপপ। মুগ্ধকর আচরণ।’

প্রথম টেস্টে ৩৬০ রানের বিশাল ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। হারের হতাশা, একাধিক চোট। ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান শিবির। সংক্ষিপ্ত ১২ জনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে। সেখান থেকেই একাদশ বেছে নেওয়া হবে। অন্য দিকে, অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে।

Next Article